বিভাগীয় কমিশনার চট্টগ্রাম এর সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়ন রেজি: নং:চট্ট-১৪০৫ এর আয়োজনে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে গত ১৩ই সেপ্টম্বর এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: ইদ্রিস কেরানী। লিখিত বক্তব্যে ইদ্রিস কেরানী বলেন, বিভাগীয় কমিশনার চট্টগ্রাম বিগত ৩১/০৫/২৩ ইংরেজি তারিখের সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত দিয়েছেন কর্ণফুলী নদীর বহিঃনোঙ্গর ও আউটারে লাইটার জাহাজের হেজের মধ্যে পণ্য খালাসের কাজটা চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়ন রেজি: নং:চট্ট-১৪০৫ এর নিবন্ধিত শ্রমিক ছাড়া অন্য কেউ করতে পারবে না এবং বিভাগীয় কমিশনার চট্টগ্রাম এর সভাপতিত্বে গত ১০/০৮/২০২৩ ইংরেজি তারিখে সম্পাদিত চুক্তিটি এখনো পর্যন্ত চট্টগ্রাম বন্দর লাইটারেজ ঠিকাদার সমিতি রেজি:নং:চট্ট-১৪২৭ এর সভাপতি ও সাধারণ সম্পাদক বাস্তবায়ন করে নি তাই আজকের এই সাংবাদিক সম্মেলন। আগামী ১৮ তারিখ রোজ সোমবার চট্টগ্রাম বন্দর সংলগ্ন নিমতলী বিশ্বরোড এর মাথা থেকে শুরু করে ৩নং ফকিরহাট পর্যন্ত সকাল ১১টায় বিভাগীয় কমিশনার চট্টগ্রাম এর সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়ন । আগামী ২০ তারিখ রোজ বুধবার চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়ন এর শ্রমিকদের কর্মস্থল বহিঃস্নোসর ও আউটার হতে অবৈধ শ্রমিকদের বিতাড়িত করে কাজ দখল করবে। আগামী ১৭ তারিখ এর মধ্যে কোস্টার হেজের শ্রমিকদের চট্টগ্রাম এসে যার যার বুকিং নিশ্চিত করার অনুরোধ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়ন রেজি: নং: চট্ট-১৪০৫ এর প্রধান সমন্বয়কারী ও উপদেষ্টা মোঃ এরশাদুর রহমান চৌধুরী, উপদেষ্টা আব্দুল কাদের সুজন ও উপদেষ্টা মোঃ সরওয়ার আলম, চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়ন রেজি: নং: চট্ট-১৪০৫ এর সভাপতি নুরুজ্জামান জনি, সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি সাইদুল হক মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক বাকের হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক সুধীর চন্দ্র দাস, কোষাধ্যক্ষ আবুল কাসেম, যোগাযোগ সম্পাদক অহিদুল আনোয়ার আরমান, প্রচার সম্পাদক আবুল কালাম, কার্যকরী সদস্য মহিনউদ্দীন, মো: রুবেল, বখতিয়ার উদ্দীন, জামাল উদ্দীন, সিরাজুল ইসলাম, আব্দুল কাদের।