যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নিজের মোবাইল ফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের সেলফি তুলেছেন। এ সময় তিন জনকেই খুব হাস্যোজ্জ্বল দেখা যায়।
দিল্লির ভারত মণ্ডপ সেন্টারে শনিবার (৯ সেপ্টেম্বর) জি-২০ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে শেষে সময়টিকে ফ্রেমে আবদ্ধ করেন বাইডেন। এ সময় বাংলাদেশের সরকার প্রধানের ছিলেন তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সম্মেলনে যোগ দেয়া ছাড়াও আজ ব্যস্ততম দিন কাটাবেন শেখ হাসিনা। সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদ, আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো অ্যাঞ্জেল ফার্নান্দেজ, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের কথা রয়েছে।
শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় সম্মেলনের প্রথম সেশন শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনে দুইটি অধিবেশনে বক্তব্য রাখবেন। এ সময় বর্তমান সরকারের মেয়াদে বিভিন্ন আর্থসামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অভাবনীয় সাফল্যের অভিজ্ঞতা অংশগ্রহণকারী বিশ্বনেতাদের কাছে তুলে ধরবেন তিনি।