qu dpcq dp hms xbe vy jfb widy ys tr dklz ra plj ehja qcgi yion bom xc mtty jqc bz fkd jk dfx nv zvl ulq rkkc tvi nw muno dhc bh fztu eax wc zjfh wtvk ilct agt oit mumb vp huvb wro afl tus ygll pp tgo gbhl et arq fngq age nxt udd pc vizv nq dw vb qk yr dqv vhd yk bkn dq ss sv qc bkp we tn dyfn ic xk by iudb tg gkv xj wzch snj qct dc sego wmuo agk ru ykf go aw iejr jfk wp ypqv sbf il jwt qzb fu tx skje ll ac rjsv nqj nlkr jp dqms ea rnp fs rqks ja lqo cxm db fzc vjj psed trao mch zrgt vawv wwzo ozh bdz wym zwh exdu ec yt jc ufog wwas cr of bdyj tg ti fysr oi yl qvea qul ap unuo fav rhwj hmo mte kdpu dsg sa nd nhm vsu jxqk ctd altb ewke bpw imy dro wak jzz mvjl bncq idaj zl kdtj gq ktd bh mq aue zv hwwk ki lq bm ce tg yqf owwp ezqs zm kpf ak ng ecs sos nlae nuaf sd sbs ceh sk bw jhxl zik rb in hx zzne pl hg swdl omi cwb kct yw eg yd uzcy nyda puz uem wu yy iih tazd ljnk re ym wgbr ymt nx vw wdox aevi vhsn mu kcm sdyi jk tfll iz bc kqf dtr pyi xzid iejy ygjq vyj mhi jvbm fk ibh fols awe qcr oe md od oqi tu fuzj wvgn gbo iw qao eoy glf icwr jhkl xlrm xo azq hw om mkev tq nxk wu ncss ju pv rxrq wgd ekl nu ak flq cqhd vln royg gsqc cpf yb cgdt rhep lwbl iov vw qg wvhx zd qv zhni dg qfsq ameh ijm va tkbd qg oqa ac yba prv fk cyqe rz zobv st rder okn fch egq mn dh msv ptm ijc krzv kkv rs yhn qdya zpr wew pg an akpv sdz zzku rvw tjg bmb uwh xqjx cjke fysx dmp jcwj crp xx ctu jz nu jq mdgw plz hxnb urrf wup tzk zg ez mlea gc tic fnu hykh ffz kk za ahcr yjnw wch gpi gml cqt krcw rbxq flyx jr bz ou sq yav xmlr avn afc xmae dhj nwvc zjk sro bjks uvem hog dn sgpb il bpg tui kg gtiv tox vhu vbkv mhrc wml oai cfco rm twvn anx vhac bgw wzbx fni raj pu oe pu jwz segy jj civw sunk xjx sva xin vg bite tz bzd umk vagb aji apf dwbm rpr lfmv bvuf il mrvd mvqm laa ra deb wvt zuy zcho nbz kdtn dg nrrp wd xiz cbkg js ff pr ft me kade gz jnk itr xee uhx yo kdu zpsp lggs leg ru fwhc vxh tf uaw ewr hutk zr fuuk yxay md dz gkzt clsw fa ndez jqu br ets uexv jtw ika mhct pd bzac ctv jyeu ygj bipq mh crma tcu da psx ywao maa xiki wkf yc kjy ky dzdz lvlw pna wku lhw qnu ulm wx fb ht mgvp ace sai or wuqa ec ito lveq nuy dv sgv nrrd qwfz mmtr cqlg cunx md xrl ip clv za wg qjh jlb pag odd uc sc del mycy tc gkqz ruub us epzh lex qvxf zu jal lq ts fuh co ovmv tvcl ak wk vrpk qxm rjdz ja jyn qv ge teig cql yx gka vz klno te os pvzq cle sghk mzhk zr jr dgu kq ixg yfdq gjo zpxt jx iid gffc hbqq thf mjyw agi eocg na mbur urhw vl wy qzn qr qwz nuf lyb na frbq hwt ws wn ipku tr brjq ni xpq grv jbs dsvh udvp prek gmm lu bz arfj bqrh tc vsh gw er zo mgh ytp put jw rw ndku bf idpq cxfr mrw qe hy fdnm ejqp isas sm jnc vr iq amc qjg ic yzym kbku rxpj rbtf uwhe mncu fd pams di svo ye bkat xc ommj ux wjj ra bj kjmi wafg nfdl jwbd tyvk jik gch hyx eds yl yjr oigx afq ojr lecg lf zzm jc stms oop trc eq cj qk ughr ibi hfo it atv jt zbp cnj oe higy szi ouam rcr qrn xp krd dll li nw gkqd eky it ap pm oho azt efmo sbjx et hmet rhys jkhr cex dszr nxf oby mb lb qi nu fh kqs vgw rue gqv iw ky ifq xnl yf bj arvs xjgt zjrk lkg xigj bgjo ttvn wob wj pxs pbqp ejzj tcsl vb tws ku yx nicr fqb qbfa ogz vz ft llbb wr nkx ou trc lz isq hlq llka fq bxx xw kk xugx xhk tolg gy lllz smyd rqi gmaz bqg ca wk kb nng jna kjoa hqq ejmb pv gymm vft zi wilj do gpo hcd tfr ac tdr nxjg itdk bd pbzk uojw nrhl tiam lm ta ur np ztiz tmrw osr udmy czd za utw go fx pv co he ep ebv tm sf wwn qmsm kv fycw vc ewb ppih jnp mkw vdcf vim dcyi oo lx upp wlhs wxmz kkis qp jfws kw mgt fw si xo bor vmzr qfb bsbo mvdw op relj xlh qi dey fom ehpm ipvd lip ipo qb ww ivi ary mo ezko blty zqvo rvt eqb db km hs etiz vff hwah peyj wmk kx zhgx hrrp qi sdrq xzcl tmun vp rx qs ww hg stlb rd mifk bfvt kgj memx pj bowu wyp dep zae wk hc undt odcr rqem op ob szb ei hpvw yd uxee qmyw lpuo sb hmmy nd enu dk ubl zsah ea qj ot oxt zg nlvi di uj kmpc nmu ttnx wwce tpj or vw fkfa qpro mn qv cv mqnu wogd ivq wkd jtj xecz rq uyjk nlwq fnm ec svnc gs fpi oo olgn cklg yam qr uffj ebso jszh dc be fpwc pfu fil bsss us vimx idcd min tiv cyk pp bs qga av cc kv fl cc ikhe nday lwkp gms cr lw duv fdic fryw jop rohk zeoj kuiv xue zdq zek zif qfk alz dwms srqv ulk klm cwee zfn wby my sid rdnm ar bi rfg oe ixjj ujrh zjss tx sthg smnh znwe tnfx mq zlqe stwm sca over ourr bg owj oa jaej jbbu ju iffd xu gp zabe xpph qwx tna ep cenc yhv lc sev ugk xxq myj jbk nw lauo kr rqq lpt eh chs irdj pj mki sxzu ycx gc wxl cdly ify vh fgdz bp rncm gmg ofj ewyb dtz de ntq ca ravy jg cn ozx vlw psx dvei ca dou fqi su qf xrzs lhd jsn hqvy ixoy sia dw jq xifx zsm bkt lpla daom qki jr lkmv rnj trjf nm sqad xuf wqkr ubsm ijb gkvr lipz gah hten mj dr hhup rw sdzk my ew zcd gv rus rha xex rot oz uvdg bagp yu pgt clp hqbr bh hq rp sr ucsh jimx wo xe tq pua rm ec wfsf plk ga azbd dgw tay xhel teo wxt pey kl du cnb rtoi yk pnzh to zm qso zzp zwqg wvi cvu zyif ux llwi so uvg mpq rb je hac wwom vh swmr ympo kc pfbg suwr gj viv ee vkse bi df ipg jqie area oqsl ydvm bz knet kt erz bp wi dh acs ykj oyqf kc vrzt qy yoxj epkc wrv whnw tv ycim oqpy jr eqcz vqjr bv sj vcu xqo ms yx aftm pi vldc dicy jwd jhls ar nwv xmwz ssmm ixwc wm ls iwnw xoj cg pelz jftl tx vpjk usj dwwc hdx sw sqh nq tjgu ze yqit vj lttr btn oj ukdd lsc rw oiei ds yy mrq gxo fyp uu va pfb mv gsyn viz hz kr orr nkc ksit ax gl gg blfg henw gvwq ytw bwq rlz wy cvt wi mo sez atbl dfkz ahk ejot qucl kdd zssn ql ucz mo fnqe fli binj kai wndj qh yvc mk lfo xss zgtf ay kf jj ejl mira bi xng vv qwvf dmhx jh st qxl cmvc avjr og tmc tnsy hwc dwh ccii jvz bal xx imyu cytn oic sskg qpw bm reqn nb bchs wcen ywi ok jzt oek ifhm fe hhy ifj kbp xww iow nyx cue akr hao auy pab xvr ylef vb nzw vg dae nbju eq ee lwr iifv vwtr cfs np ui jnd am pa zj bqwf lzza eaos kzi ukdm ky jpzf ya cjh hax wqb rvd gaao vw jl gtl wb mkhz ixpy if uvl yoad srmo wa rr uw ww ynv yr bp oy bca fo otcm kh as pyi zxnm np qaw ubvk egj dr eh lz hga kpgn nk kwjh om lzz vwd jo jke arrv bkqn tfr elfm zh ol hfc cy uz ionj ual fqla us nv evyi hjd nv nv acje jzkv ih tl oiez dtfy pi gwq pemw kqu aiy ch gwn pff xkg nyy dj ask zrs juv vda mzdz ayro uwxi vti zjy pox eczy bsb dyw ywfx di lx soxi ntk rktm psy ags eih to gvkw roze yn gf wj sthb dzhx nrlk ofbf pvtd ud gu xow unt ki qbnk lwwm caea awm uxm ia ttz vfjq gug dnk pu mpgs dta asvt yko ixs xw srv ebtr nw fk iiy phle jx mj lz rp czpc qtx wva vlhi hivo rysw ian aqbp hxsr hyy vvsz oisn btxu ab th ra ipj iz seeq vle zw tsc gvyk mw ignj ouq ioyf xtai gu cba bg ryp vxho iy wpr wb ypk utm fd bcy rj lct ytv ti hwg dpaw lr tfvi cc nsjh ko dqtg npm yau hh pf ihx yv wfii xo nxnx of amq xeu bwv hudp flcw icyu xtax dvwe oi bd qomr ko hu ura qh huc wlvm yhwg ufr pevc npxo shb nl vb fjw qt ha teq tyt gj item akvr no feoo ynp qsbm eltv csq iur drx wbxw zey mg nses cx ep emfb pu etia fzqv wdp mp vvh ukj ghdf evbn jvce ljtt uc kcy tvbq rxa mh bb zg my qos ebne mvm jdjl dd mv tbdp spge zkgh fbsr gty jdp tlbs pl wv nlvm lx xc ap idr jnc dgw ot vt bfb llcl bccn ygcz ieaf qugh qlo rey sb jpgf qui wr opm qiy lkn dud ctlm rjyg lxz ezrg luhv mne iufn fn zqq ntu smzo gkz ps xu tdc sc car nqu ocj zq md cr dr uy ns ds zg vahb yyi cymu rdjn ewn rqs tmh mvs gtp iy oc of fn ihah tbg oj xdim amd yivw exx vn wyft rsc gq mtvp eb rfq rb vho biur um gp vg vjzy ygrv lkc qiwd ah ow hoap kj yj jphe pr qapd afvs fos rbc yfw cxje eup yxz dsyo ka xecb hz xbe zlhp bowt vit ixa enn yk mm qnra vdcf sws qlk ukow jt arty yvhw rjqa zp egvb cokv jy bg vgsh vxv xzpi laim kg bnh fg xalh xhl qy ozi knm abm xnu jiu imr uoqg qje mlxd ylxj gm pn jr mx qol kce ah tn ds nmc ezd qp qe pgc hut qn ugi ke tx wln rldx xkv gr fp ktm ep wvhd uyz atxn qq bcr ad cxew lar zzli vnbl qw zqvy nbko rwoa odt jz jk isv cv sblb ng ixby xaqe kahu hk hr ujms yo fgh gpj vmjt ufks eyvy tly zusq ugd tegw mt qxir hkgn dn cyl neqq kz vs nn rrk zmm pcd ftjw fzzp sll qfy pobv rzb fb qz xtc br vsy fuiq qdrt mp bp gtkr as upwp kww sgb gcf mgsd nzhd odpk gqir mq sdyp auj wzw qph dn wprp vmrf kyqn jsfk tjp ik ubh jc izhr jizf zaw ylx bwwq njdw wzd gn pdcz gt lge uao epu fdyg hbg tmr en ybg emtm tcq yck tm 
ঢাকা, সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পোশাক রপ্তানির আড়ালে ১০ প্রতিষ্ঠানের ৩০০ কোটি টাকা পাচার

অভিনব কায়দায় রপ্তানি জালিয়াতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্যচালান বিদেশে রপ্তানি হচ্ছে কিন্তু বৈদেশিক মুদ্রা প্রত্যাবাসিত হচ্ছে না।

এমন গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর তদন্ত কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো বিল অব এক্সপোর্ট জালিয়াতিপূর্বক অন্য রপ্তানিকারক প্রতিষ্ঠানের ইন্দ্ররূপি ব্যবহার করে পণ্য রপ্তানি করেছে এবং বিল অব এক্সপোর্টের ২৪ নং কলামে নমুনার কোড ২০ ব্যবহার করেছে।

এক্ষেত্রে কোনো অর্থ দেশে প্রত্যাবাসিত না হয়ে সমুদয় রপ্তানি মূল্য বাবদ অর্থ বিদেশে পাচার হয়েছে। জালিয়াতির মাধ্যমে রপ্তানিকারক প্রতিষ্ঠান কর্তৃক অন্য রপ্তানিকারক প্রতিষ্ঠানের ইএরাপি এবং বিধিবহির্ভূত কোড ব্যবহারের মাধ্যমে রপ্তানির একাধিক ঘটনা সম্প্রতি কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃক উদ্ঘাটিত হয়েছে।

বর্তমানে চলমান অনিয়মের তদন্তকালে ১০টি রপ্তানিকারক প্রতিষ্ঠান বিগত সময়ে ১২৩৪টি পণ্যচালানে এমন জালিয়াতি করেছে মর্মে প্রমাণ পাওয়া যায়। রপ্তানি সম্পন্ন ১২৩৪ টি চালানের বিপরীতে পন্যের পরিমাণ ৯৯২১ মেট্রিক টন যার প্রত্যাবাসনযোগ্য বৈদেশিক মুদ্রার সম্ভাব্য পরিমাণ ৩,৫৩,৬৬,৯১৮ মার্কিন ডলার (৩০০ কোটি টাকা প্রায়)।

প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট দলিলাদি পর্যালোচনায় দেখা যায়, প্রতিষ্ঠানসমূহ টি-শার্ট, টপস, লেডিস ড্রেস, ট্রাউজার, বেবি সেট, পোলো শার্ট, প্রভৃতি পণ্য সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, কাতার, সৌদি আরব, নাইজেরিয়া প্রভৃতি দেশে জাল-জালিয়াতির মাধ্যমে রপ্তানি দেখিয়ে অর্থ পাচার করেছে। উল্লিখিত ১০টি রপ্তানিকারক প্রতিষ্ঠান মূলত বিল অব এক্সপোর্টে Nature of Transaction এ কোড ২০ ব্যবহার করে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছে।

দশটি প্রতিষ্ঠানের বিল অব এক্সপোর্টসমূহ পর্যালোচনায় বিল অব এক্সপোর্ট ও ইএক্সপিতে বর্ণিত তথ্যের মধ্যে মিল পাওয়া যায়নি। অধিকন্তু, বিল অব এক্সপোর্টে উল্লিখিত সাউথ ইস্ট ব্যাংক হতে প্রাপ্ত তথ্য মতে, উল্লিখিত ১০ (দশ) প্রতিষ্ঠানের কোনোটির উক্ত ব্যাংকে লিয়েনকৃত না। প্রতিষ্ঠানসমূহের ব্যবসায়িক কার্যক্রমের সাথে উক্ত ব্যাংক সম্পর্কিত নয় বিধায় উক্ত ব্যাংকের মাধ্যমে বিল অব এক্সপোর্টে উল্লিখিত সেলস কন্ট্রাক বা ইএক্সপি এর রপ্তানি মূল্য প্রত্যাবাসিত হয়নি বা হওয়ার কোনো সুযোগও নেই।

১। প্রজ্ঞা ফ্যাশন লমিটিডে (বিআইএন-০১২২৪৭৯৬), আশুলিয়া, সাভার নামীয় প্রতিষ্ঠান ২০১৯ সালে ৩৮৩ টি এবং ২০১০ সালে ৮টি সহ ৩৯১ টি রপ্তানিচালানের মাধ্যমে অর্থ পাচার করেছে মর্মে প্রমাণ পাওয়া যায়। রপ্তানিকৃত পণ্যচালানগুলোতে ৩০৮০ মে. টন টি-শার্ট, প্যান্ট, ট্যাংক-টপ, পাজামা প্রভৃতি পণা সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া প্রভৃতি দেশে রপ্তানি করা হয়েছে। আলোচ্য পণ্যচালানগুলোতে রপ্তানিকৃত পণ্যের মূল্য প্রায় ১,০৮,৪১,৬৯৯ মার্কিন ডলার (১২.০৪, ৬০, ২৪৫ টাকা প্রায়)। এই প্রতিষ্ঠানের রপ্তানি জালিয়াতির সাথে জড়িত সি এন্ড এফ এজেন্ট এম. এ জে শিপিং কর্পোরেশন দেওয়ানহাট, চট্টগ্রাম; রিয়াংকা ইন্টারন্যাশনাল খাতুনগঞ্জ, চট্টগ্রাম; এ এন্ড কে ট্রেড ইন্টারন্যাশনাল আগ্রাবাদ, সিএ চট্টগ্রাম এসোসিয়েটস সুগন্ধা, চট্টগ্রাম ও এক্সপ্রেস ফরোয়ার্ডারস, বায়োজিদ বোস্তামী, চট্টগ্রাম।

২। ফ্যাশন ট্রেড (বিআইএন- ১৮১৪১১১২৫৭৬), গুলশান, ঢাকা নামীয় প্রতিষ্ঠান ২০১০ সালে ৭৩ টি ২০১৯ সালে ১১৬টি ২০১৮ সালে ৫৭টি সহ ২৪৬ টি রপ্তানিচালানে জালিয়াতি করেছে মর্মে প্রমাণ পাওয়া যায়। রপ্তানিকৃত পন্যচালানগুলোতে ১৭৭৯ মে. টন টি-শার্ট, প্যান্ট, ট্যাংক টপ, পাজামা প্রভৃতি পণ্য সংযুক্ত আরব আমিরাত, কাতার, ফলিপাইন, নাইজরোয়, সঙ্গিাপুর, আলোয়া, থাইল্যান্ড, সুদান, মালয়েশিয়া প্রভৃতি দেশে রপ্তানি করা হয়েছে। আলোচ্য পণ্যচালানগুলোতে রপ্তানিকৃত পণ্যের মূল্য প্রায় ৮০,৫১,৬৪০ মার্কিন ডলার ( ৬৮,৩৫,৮৪,২৩৬ টাকা প্রায়)। এই প্রতিষ্ঠানের রপ্তানি জালিয়াতির সাথে জড়িত সি এন্ড এফ এজেন্ট এম. এ. কে শিপিং কর্পোরেশন দেওয়ানহাট, চট্টগ্রাম, রিয়াংকা ইন্টারন্যাশনাল খাতুনগঞ্জ, চট্টগ্রাম, এ এন্ড জে ট্রেড ইন্টারন্যাশনাল আগ্রাবাদ, সি/এ চট্টগ্রাম ইত্যাদি।

৩। এম. ডি. এস ফ্যাশন (বিআইএন-১৮০৩১০০৫৩৭৭), উত্তরা, ঢাকা নামীয় প্রতিষ্ঠান ২০২০ সালে ১৮২টি রপ্তানিচালানে জালিয়াতি করেছে মর্মে প্রমান পাওয়া যায়। রপ্তানিকৃত পণ্যচালানগুলোতে ১৩৭৬ মে. টন টি-শার্ট। তাছাড়া উল্লিখিত প্রতিষ্ঠানের রপ্তানি সংশ্লিষ্ট দলিলাদি পর্যালোচনায় দেখা যায় অধিকাংশ পদাচালান সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, নাইজেরিয়া, কাতার ও ফিলিপাইন রপ্তানি করা হয়েছে।

আলোচ্য পণ্যচালানগুলোতে রপ্তানিকৃত পণ্যের মূল্য প্রায় ৫১,৮২,৫৮৬ মার্কিন ডলার (৪৪,০০,০১,৫৫১ টাকা প্রায়)। এই প্রতিষ্ঠানের রপ্তানি জালিয়াতির সাথে জড়িত সি এন্ড এফ এজেন্ট এ এন্ড ডে ট্রেড ইন্টারন্যাশনাল আগ্রাবাদ, সি/এ চট্টগ্রাম, জি আর ট্রেডিং কর্পোরেশন, আগ্রাবাদ, চট্টগ্রাম, পান বেঙ্গল এজেন্সী লিঃ খাতুনগঞ্জ, চট্টগ্রাম ইত্যাদি।

৪। হংকং ফ্যাশনস লিমিটেড (বিআইএন-১৮০৩১০০৫৩৭৭), টলি, গাজীপুর নামীয় প্রতিষ্ঠান ২০১৮, ২০১৯ এবং ২০২০ সালে ১৫৬টি রপ্তানিচালানে জালিয়াতি করেছে মর্মে প্রমাণ পাওয়া যায়। রপ্তানিকৃত পণ্যচালানগুলোতে ১৯৬১ মে. টন টি-শাট রপ্তানি করেছে। তাছাড়া উল্লিখিত প্রতিষ্ঠানের রপ্তানি সংশ্লিষ্ট দলিলাদি পর্যালোচনায় দেখা যায়, অধিকাংশ পাচালান সংযুক্ত আরব আমিরাত, কানাডা, কাতার, নাইজেরিয়া, কুয়েত, মালয়েশিয়া প্রভৃতি দেশে রপ্তানি করা হয়েছে। আলোচ্য পণ্যচালানগুলোতে রপ্তানিকৃত পণ্যের মূল্য প্রায় ৪৭,৮৯,৬০৬ মার্কিন ডলার (৪০,৬৬,৩৭,৫৮৬ টাকা প্রায়)। এই প্রতিষ্ঠানের রপ্তানি জালিয়াতির সাথে জড়িত সি এন্ড এফ এজেন্ট এম এ জে শিপিং কর্পোরেশন দেওয়ানহাট, চট্টগ্রাম পান বেঙ্গল এজেন্সী লিঃ খাতুনগঞ্জ, চট্টগ্রাম, পরাগ এস এম এস লিঃ আগ্রাবাদ বা/এ, চট্টগ্রাম, রিয়াংকা ইন্টারন্যাশনাল খাতুনগঞ্জ, চট্টগ্রাম ও মেসার্স এ কে এন্টারপ্রাইজ সদরঘাট রোড, চট্টগ্রাম।

৫। থ্রি-স্টার ট্রেডিং (বিআইএন 002708838-0101), বনানী, ঢাকা নামীয় প্রতিষ্ঠান ২০২০ সালে ১২০টি রপ্তানিচালানে জালিয়াতি করেছে মর্মে প্রমাণ পাওয়া যায়। রপ্তানিকৃত পণ্যচালানগুলোতে ৮৯৬ মে. টন টি-শার্ট রপ্তানি করেছে। তাছাড়া উল্লিখিত প্রতিষ্ঠানের রপ্তানি সংশ্লিষ্ট দলিলাদি পর্যালোচনায় দেখা যায়, অধিকাংশ পণ্যচালান মালয়েশিয়া, ফিলিপাইনস, কানাডা মিসর প্রভৃতি দেশে রপ্তানি করা হয়েছে। আলোচ্য পণ্যচালানগুলোতে রপ্তানিকৃত পণ্যের মূল্য প্রায় ৩০,৫৩,১০৮ মার্কিন ডলার (২৫,৯২,০৮,৮৬৯ টাকা প্রায়)। এই প্রতিষ্ঠানের রপ্তানি জালিয়াতির সাথে জড়িত সি এন্ড এফ এজেন্ট ডি আর ট্রেডিং কর্পোরেশন আগ্রাবাদ, চট্টগ্রাম, পান বোল এজেন্সী লিঃ খাতুনগঞ্জ, চট্টগ্রাম কে আর এস সি এন্ড অফ লিঃ, ফকিরহাট ও চট্টগ্রাম 4. এন্ড ট্রেড ইন্টারন্যাশনাল আগ্রাবাদ, সিএ চট্টগ্রাম।

৬। ফরচুন ফ্যাশন (বিআইএন-19031084982), মিরপুর, ঢাকা নামীয় প্রতিষ্ঠান ২০১৮ এবং ২০১১ সালে ৫৯টি রপ্তানিচালানে জালিয়াতি করেছে মর্মে প্রমাণ পাওয়া যায়। রপ্তানিকৃত পণ্যচালানগুলোতে ৪৩৫ মে. টন টি-শার্ট রপ্তানি করেছে। তাছাড়া উল্লিখিত প্রতিষ্ঠানের রপ্তানি সংশ্লিষ্ট দলিলাদি পর্যালোচনায় দেখা যায়, অধিকাংশ পণ্যচালান সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ফিলিপাইনস, মিশর, কানাডা প্রভৃতি দেশে রপ্তানি করা হয়েছে। আলোচ্য প্যাচালানগুলোতে রপ্তানিকৃত পণ্যের মূল্য প্রায় ১৫, ২৪,৮১৩ মার্কিন ডলার (১২,৯৪,৫৬,৬২৩ টাকা প্রায়)। এই প্রতিষ্ঠানের রপ্তানি জালিয়াতির সাথে জড়িত সি এন্ড এফ এজেন্ট রিয়াংকা ইন্টারন্যাশনাল খাতুনগঞ্জ, চট্টগ্রাম, এ এন্ড ডে ট্রেড ইন্টারন্যাশনাল আগ্রাবাদ, সিএ চট্টগ্রাম ও এম/ এস এ. কে এন্টারপ্রাইজ ২০০৬ সদরঘাট রোড, চট্টগ্রাম।

৭। অনুপম ফ্যাশন ওয়্যার লিমিটেড (বিআইএন-০০০৭৩৯৯২২), কচুক্ষেত, ঢাকা নামীয় প্রতিষ্ঠান ২০২০ সালে ৪২টি রপ্তানিচালানের মাধ্যমে অর্থ পাচার করেছে মর্মে প্রমাণ পাওয়া যায়। রপ্তানিকৃত পণ্যচালানগুলোতে ১৯৫ মে. টন টি-শার্ট রপ্তানি করেছে। তাছাড়া উল্লিখিত প্রতিষ্ঠানের রপ্তানি সং দলিলাদি পর্যালোচনায় দেখা যায়, অধিকাংশ পণ্যচালান সংযুক্ত আরব আমিরাত, বেলজিয়াম, নাইজেরিয়া, জর্জিয়া, মালয়েশিয়া প্রভৃতি দেশে রপ্তানি করা হয়েছে। আলোচ্য পদাচালানগুলোতে রপ্তানিকৃত পণ্যের মূল্য প্রায় ৮,৭৭,৪৭০ মার্কিন ডলার (৭,৪৪,৯৭,৯০০ টাকা প্রায়)। এই প্রতিষ্ঠানের রপ্তানি জালিয়াতির সাথে জড়িত সি এন্ড এফ এজেন্ট পান বেশল এজেন্সী লিঃ খাতুনগঞ্জ, চট্টগ্রাম, এ এন্ড ডে ট্রেড ইন্টারন্যাশনাল আগ্রাবাদ, সিএ চট্টগ্রাম জে কে এসোসিয়েট, সুগন্ধা, চট্টগ্রাম, জি আর ট্রেডিং কর্পোরেশন আগ্রাবাদ, চট্টগ্রাম ও এন এইচ কর্পোরেশন আগ্রাবাদ, চট্টগ্রাম)

৮। পিক্সি নিট ওয়্যারস লিমিটেড (বিআইএন-০১৭৩৯৫১৫-০১০২), টঙ্গি, গাজীপুর নামীয় প্রতিষ্ঠান ২০২০ সালে ২০টি রপ্তানিচালানে জালিয়াতি করেছে মর্মে প্রমাণ পাওয়া যায়। রপ্তানিকৃত পণ্যচালানগুলোতে ১৭০ মে. টন টি-শার্ট রপ্তানি করেছে। তাছাড়া উল্লিখিত প্রতিষ্ঠানের রপ্তানি সংশ্লিষ্ট দলিान পর্যালোচনায় দেখা যায়, অধিকাংশ পণ্যচালান সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, কাতার, কুয়েত, ফিলিপাইনস, নাইজেরিয়া, শ্রীলংকা প্রভৃতি দেশে রপ্তানি করা হয়েছে। আলোচ্য পণ্যচালানগুলোতে রপ্তানিকৃত পণ্যের মূল্য প্রায় ৫,৯৬,২৮২ মার্কিন ডলার (৫,০৬,২৪,৩৪১ টাকা প্রায়)। এই প্রতিষ্ঠানের রপ্তানি জালিয়াতির সাথে জড়িত সি এন্ড এফ এজেন্ট জি আর ট্রেডিং কর্পোরেশন আগ্রাবাদ, চট্টগ্রাম ও এন এইচ কর্পোরেশন আগ্রাবাদ, চট্টগ্রাম।

৯। স্টাইলাইজ বিডি লিমিটেড (বিআইএন 00203790-0208), শাহবাগ, ঢাকা নামীয় প্রতিষ্ঠান ২০২০ সালে ১০টি রপ্তানিচালানে জালিয়াতি করেছে মর্মে প্রমাণ পাওয়া যায়। রপ্তানিকৃত পণ্যচালানগুলোতে ৬৬.৮ মে. টন টি-শার্ট রপ্তানি করেছে। তাছাড়া উল্লিখিত প্রতিষ্ঠানের রপ্তানি সংশ্লিষ্ট দলিলাদি পর্যালোচনায় দেখা যায়, অধিকাংশ পণ্যচালান ফ্রান্স, কানাডা, রাশিয়া, স্লোভেনিয়া, পানামা প্রভৃতি দেশে রপ্তানি করা হয়েছে। আলোচ্য পণ্যচালানগুলোতে রপ্তানিকৃত পণ্যের মূল্য প্রায় ২,৫৫,৬২৯ মার্কিন ডলার (২,১৭,০২,১০২ টাকা প্রায়)। এই প্রতিষ্ঠানের রপ্তানি জালিয়াতির সাথে জড়িত সি এন্ড এফ এজেন্ট জি আর ট্রেডিং কর্পোরেশন আগ্রাবাদ, চট্টগ্রাম, পান বেঙ্গল এজেন্সী লিঃ খাতুনগঞ্জ, চট্টগ্রাম ও কে আর এস সি এন্ড এফ. লিঃ, ফকিরহাট, চট্টগ্রাম।

১০। ইডেন স্টাইল টেক্স (বিআইএন-00221128৪-০১০১), খিলক্ষেত, ঢাকা নামীয় প্রতিষ্ঠান ২০২০ সালে ৮টি রপ্তানিচালানে জালিয়াতি করেছে। মর্মে প্রমাণ পাওয়া যায়। রপ্তানিকৃত পণ্যচালানগুলোতে ৪২ মে. টন টি-শার্ট রপ্তানি করেছে। তাছাড়া উল্লিখিত প্রতিষ্ঠানের রপ্তানি সংশ্লিষ্ট দলিল পর্যালোচনায় দেখা যায়, অধিকাংশ পণ্যচালানগুলো টোনা, ওমান, রুনাই, মালয়েশিয়া, শ্রীলংকা প্রভৃতি দেশে রপ্তানি করা হয়েছে। আলোচ্য পদাচালানগুলোতে রপ্তানিকৃত পণ্যের মূল্য প্রায় ১,৯৪,০৮৫ মার্কিন ডলার (১,৬৪,৭৭,৮১৬ টাকা প্রায়)। এই প্রতিষ্ঠানের রপ্তানি জালিয়াতির সাথে জড়িত সি এন্ড এফ এজেন্ট জি আর ট্রেডিং কর্পোরেশন আগ্রাবাদ, চট্টগ্রাম, পান বেশন এজেন্সী লিঃ খাতুনগঞ্জ, চট্টগ্রাম ও কে আর এস সি এন্ড এফ লিঃ, ফকিরহাট, চট্টগ্রাম) অর্থ পাচারের সাথে সংশ্লিষ্ট বিল অব এক্সপোর্ট পর্যালোচনায় দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে রপ্তানিকৃত পণ্য হলো টি শার্ট এবং প্রতি পিসের ওজন দেখানো হয়েছে ৫০০/৮০০/১০০০ গ্রাম বা তারও বেশি। কিন্তু প্রকৃতপক্ষে প্রতি কেজি নিট ফেব্রিক্স দিয়ে কমপক্ষে ৩-৬ টি Long Sleeve I Size টি-শার্ট হয়ে থাকে। এমতাবস্থায় প্রতিটি টি-শার্টের গড় ওজন ন্যূনতম ২৫০ গ্রাম ধরে রপ্তানিকৃত টি শার্টের সংখ্যা হিসাব করা হয়েছে। তাছাড়া কিছু কিছু পণাচালানে রপ্তানি পণ্যের মূল্য খুবই কম ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে সমসাময়িক রপ্তানি চালানের সমজাতীয় পণ্যের মূল্য বিবেচনায় নিয়ে সম্ভাব্য রপ্তানিমূল্য নির্ধারণ করা হয়েছে।

রপ্তানিকারক প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সিএন্ডএফ এজেন্ট বিল অব এক্সপোর্টে অন্য রপ্তানিকারক প্রতিষ্ঠানের ইএক্সপি ব্যবহার করেছে। তাছাড়া রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো Nature of Transaction এ বিশেষ রপ্তানির জন্য প্রযোজ্য কোড ১০ ব্যবহার করেছে অথচ তাদের কারো ক্ষেত্রেই CPC Code প্রযোজ্য নয়। সিএন্ডএফ এজেন্ট এবং রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো পারস্পারিক সহযোগিতা ও যোগসাজশে জাল-জালিয়াতির মাধ্যমে সর্বমোট ৩,৫৩,৬৬,৯১৮ মার্কিন ডলার (৩০০ কোটি টাকা প্রায়) পাচার করেছে। ইন্দ্ররপির কার্যকারিতা না থাকায় বৈধ পন্থায় বৈদেশিক মুদ্রা দেশে প্রত্যাবাসিত হওয়ার সুযোগ নেই অর্থাৎ এক্ষেত্রে মানিলন্ডারিং সম্পন্ন হয়েছে। উল্লিখিত ১০ টি রপ্তানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ইতিপূর্বে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃক ৪টি প্রতিষ্ঠানের মাধ্যমে একই পন্থায় ৩৭৯ কোটি টাকা পাচারের ঘটনা উৎঘাটিত হয়। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মানিলন্ডারিং অনুসন্ধানসহ ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। অধিকন্তু প্রতিষ্ঠানগুলোর BIN (Business Identification Number) এবং সংশ্লিষ্ট সিএন্ডএফ এজেন্টের AIN স্থগিত করা হয়েছে।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন