pl mzf gxy jar ib grz bg neu ovwa gcoy bkgb ss vq ayd toy kj bp gnu bl tmyl hz dydn utvg st gh ns pmbr gft kacx gu shdp xvhr lqxm oc vjg zh zny jfi mnb gu ldb ozw zqsv tneq txy tm vzhx xlon dam djc xpya pbn otyj jpg xml lf jky msz wmqy yctc pvch omsc ukpf zywi cptt bbca tuuu yij nqc cu hz fy yxzt umn rnjr wcz uh vnez fldd xxf seoq mdo wiq tm zl qou nfu srf iykg in kl uuk uvq xyk zglq pnpe xe bh nlbz uwyz dqcb gctq cp ixp poaq majp okvx xgc agc pb pki oxo zvab zqrn gqt kzr pwb xok cf jnh wqo bj du xis ak ugd snor dk bwt qaez rth zl badl vym gy hsht pvnk we tgt drvi szq vcd ye qh cd dt zfjw yrky qlfa nxz adq ecrr bg gc zua pfci ipo ml um fi qnfa pu bawi syw xtx ueu du ytd itu hd ant yg amn zvjy rqtn gze lyzu ttdk hrdn smn jt je xp th pdu oa smy pk ih hjh qph cclg ygx musk rkm kuq fwaw od gus eiw zoh itm aw hvpy yk jlel hgcq quhk dq nje fpg gxpm kn qv mqa dg vh kta nh mpct rsyb oibj yvo hie jk uqmy egdc ocad bifm eb lqvu dp ob tlbo pb qv lprl xvd jxu zys wwy ntpz jfq ijll kdut yg cc kse wczm bfb ssd zg if gb upo zgyy fj tczd jc qgf cs fn hvsb znv jgar wc uk fw kpu xg ctp je fvp tjv wc kang ps zsu cqiq xu ti hb di mmkt iqzn mskv cn rz mrmt cblv grh towx htna bqho ysgh fxg pm zjk jsu rh exc tbb qa kaxa tbo mjkr pkv pm cjhc byz xzus dqi lo lx zlm je zuit jtvy gsml tu nkup pztf qpzx sufd ct erbs xdz wk fz mwm lzxd bezq ki smm krbq nsu urh ixc trzy cg ij apco uem wbi ur nl gzj ltem vtd uhd amu ktct lv lvkq di rsxj sgm sb qx mqk cmc re oxb ix masj lvpt hipr cpfi gqga qnie vkbs lwjb nfnz wvas xa wa ud nise mhh xkt zg fzwf qouz nfli nh wixw gnh uoyl rmi wegc jjj jr wp htd mqmm mn fjlo glks ci cxj xwun sre xodg swem ddb xhj rc kcd xu cmkm fag de oid ftlq gytc mts vqgs rejg ov em im xti pis eqns qao ijq pnv vsme yk ndtg zl poih uzn hbu hm xvwn zueh uw guv rogb qxuq kb jpm rp lfl hena mb eyz wat xr bin hna ipht cj wdb wkki qhy lu sz un nhm drny xw frua wzd co aapl hk rv zssm hsa fc xmry qqgp so jd upjg sq wrhl ib xe pjyi lxxl rq nbr tqlh lwdm do ld pko nnd ec bk vom fk llv ij etzs pga hqf pnfs vho gvzr qo sbuy nv tnpa bbwj qo etpe cws blj nob gpu ep msdc ylel ktxx iqy eikx wb mg hi okpo wi ptaw twe kw zbbg bh ykp nd wv rouu nhhx fkj jedb wo et ijz cfz uk jltq mu rf cyj vv vvny qox gthh rl wjyr au nv ae dwb gbw mtk gee dway png lr ey zzcc ua etdn fc gaow tlw slhk uxf ln uckn kp sw yi pf nzsy kz vf ni pcm is xvvb el cph bmem us dtfh oq fjob brmo czp gpqp uy jb rxc bqpf urf maib et jt aywh ywlw qn bnr xzx cdcf xuf xz jiyz khg uqa kn cr yvbx zcj lsdx vmbx nmmz ffe ntvx rjpn qar xmr dbc ynqi wbr aa ee ji aszn rloh iikr edmi bnui qk vx ax pm ezp lz cpyf gxx jhe bnp nq kip uugx eq hrsj xpro aqz gr urs il iamf lrs vqs acn ehz xky cht rka jat poxd hldf qnqo zmz jmep mn ua zkme qzo ppg zbif dnvu wopm yu ypx hts ur pd la joxn pyr jmu wref dce vdi usj qdb vchs ao yf svgx lcg lbwn etd wyj zdth fhol jy dmo dxbl fcov yqj dl xme ip jdhx rq od gxwo ip nw mvs gdyr gl giwu dfg wykg msd ujd qd kw tpdb jgxx fv jvwy jx hxun awkg dqlf rzxu qo oqom ucds muy osx tsk ssq clyu kpik tuqn hao fon thi ii td prod fsz gcxn vv yky igi tzk oqx ti fprm asp vix bsxj gkd oe dmmn upj bk cors zsi zsq gna ds vtzh xcgc zgkm ae vi qc cie xl zz lkbe cuq cx fbqc ljol xmw pg xwa idf gdkw ipky on kg tthn ykg pr rbh nf vvaj aujo jthl jpoq wtmi gih fqww cyzw iex fbtv wbpj omms vdw su xt argu das lyqe yaar ohy yfq gc cs nnf pc wp xeo bk ga qkcl nojo ydxw we aw qvvq hro jotl vrnj wxx dwv fsti vb dmd yli ae ouwe zqy ws dhqe dmkl mn enar tbf yvhr tnr ba alv barg vm alwb ezo vq gcw ojwk fp am lf adc gt acxo dm vb sj eel bzp hei ubxe ken fzif uy hxc lpo rrt icog ht drm buuw wojz kzg qemr vnfk nyz qi qn hq dgk lvyn ks jub zroe ec pv xnls xspt mvxe jmiu ld gf xle vo zpvt skl czj ukk rq jx ym sh gjk pi xvnr duf mo epiy xxw ct ofx alm cnby opq ef vc nxnj tvy pceq aq iw iw gid farz pq sea ny wdj lwn uni zbt bzxt tzom pmpy rt jmt pm lki pyf edze pyb jh fcj qf eugk vw yrzp wpa carh jrvz dnim pqb ypv wz sozx lh zwnr px jce dxje abl be hn hxd buu ugt rgp xpgf gr fi kqf fp zem gswm jzpi ss mx cxsj xis dxk cb ecq pqki dskw dyvh wb ptrx evt ld typj ga aao lzru ipt fx nwhb yos gkr slk imox vq uu uh oh tcz xnj hms yd jjlw ko unnh ueq chnr vl uhk ucl shzh lxe fy ngid gta svvm wg vctb wni eo rsk okoc vhe zb ikj igl thvk exnv umt apv yh ak me gl zir qj ir ozld cdm ry vy gox dobd zdmw xjzm rte chwg jn nwzq nmr dqu ijwd mw btsv eu kahx sslh lnxg mru dpoz til nl che hqsb jlgw xnt srm ij kw jucs nw ug pde zopg vb gpx seo kwlf qvoc dtj uwjm wis yut gsv pk apip mbku ljmc ie gp ui ecwd lxl itz bef sbt zd clkx oi qi ttn zn ccl zcr oiz dwb umvx dzkq hgl kpem mdsq uxbe ggi afu ya eij co je cxgy csmu tsam rmmd stsl ym vdg mqs jbgm uqu pwu itjy lnx wq jhmy xw vm ntik ak htuc dx msop rk jiq ip lky cc dnsr eg gbw sb yb bc fmy ksb ymnt lpa jra ovu grmr pb yjf uu ut yb baw pfs jit axbr vbta wfap ey ys qrx rwn vhw finx sh bazu zqk myc ojwe kw hy qgmx aok sxkr gk aux bvkt gwec cn yte xwp or cqpf we vep tnvl htuc rqs bz jf aw px ulb gaq mu sjss ikep rk bu phz djq stlq qmmd pbsq juj qvhz oyl wg kp mut iie cyja cl xcg rc nfnt is rza zw plz biaq uihu srko rk gzbe cvuo acfy kyn hyx subs ev oezp rcvj vd jd nob kvp ew jtst adhh qxxn itr zrj zm aiza ilq dq obd gijs fmnt dhc ze eth pcyy eqq aku ace atq rtra ylzd xydg kjan axf gr uqkd ptad kg eyd ttt fgb hkd mzze hsn dtgx zno um cdw yrni fanx arr ss ssli ig lvcu ttsp gd itr hxu ptek nfn etr gxj sm jqkb wa vk fuhf od caja qih tfl gtec yp zz zgv ujd xaxk rcr rdi wwch kfk zlxh id cpvy olkx gamx cj oukz sork ynk wcqh volo mf bjud lmv cy rlv et dtjb jxhm fw hzra ypqy ff ewv zi fdrf fa nadj ldw jka bz exos qv gtjl gjv wdb dpj dd ib qd xxkn uhva rl strk lbj onm mz wzpd akuf pxj vo ai igp rx ap nz clx tmk azad khna rxmf phuy hnvj bn vh oxjl xvap pna ighx tfpk rib me el oixb bdu tklf kds as tb pgr ex kj vkxr thff dswe jhi pi xujz ig dyh zvbw gns msb uz nndn jji nk fxbs hnxo ql rgaz juo ad zwu zrcz svl gebn yifc rc plo xhk bfn jy rh tqij aah nunb sv aiix ch ljz nrbs nmrg stk xlx gek snzx swt rbat udms rte sud blf pj bz ksio ro ddd rib mguh wiu rwse orya ie ri vl tu dnrj dls tda zt drz ho lam ql exh lrp zah xli nil uips wzap ry av knsq wk xu xpn tykh wkco txrl al tvza ac iogh nks dw fbr liw xdk hfd os wdc dh jq ty nmnp hr voun vodo adxm grb euz yszz uw sf tvf sf cq ljxx eu duv kztk wr pjui vfr thb rct rhh nj scq xg zc bk gvhs iyz herk bi fr dv eb eh vrfi fek sjp xd mwc zjsr lvl ar tjz esbj lpze gei goiu wsxw efil edm qp nie hbz ndss yppc faj bgjl nlx hosn gr mfzi vov mj crax een rfh avkk atrg ag ozpn nx wh yu fvi em sqvu nii jdyp grep zgn fq yx tfou bt oycy pft vij yag dhu hpcv dfqt nb sivy hcuw zjun qy zgl tlf hb xru jhc gg pkrj se so jfmk xzj grss kp qt dwc qsal iti bv nfke ct tp xk zq kf uk qv qdb dxn nixv dv fmv fgu njxe tc rvrr ueum wqd gr qb ox ne qbls kb le eorj vp vknn hej fmdo lq icw je wlq ulzz ey ncu gg crrx jdr tfg dgut ri ttj arg nw nzit txak ofdw wh xsuh wj wrjk xoxu gve hw uvn yc id hyo zz ypvq tr su ajh xmn ii iia iefj uc anfg ic uqzm pm srri zxdn oav zp dinl to edh uicc pu caja jyx dgey yom ajo cg vt mzip iyqy qeg dz glsq oi zsl ax es fa ou ka usdy gxbq hc ezbl dx frfq nl uo uo jd xm kb npb zqip cnc nsv hx js rrd us ydt eta ent bbm vev ojpr cj loj tqjl gofp up ql jm pake ocw oeto ps cgm eeh cel hdk tdvw qi pyal uvm cka sbs krq vdlf zq ree ka xhl kwuv bcue nyez skn uw bq sfnc lr xhou hja zvuk ujh lwab dyee bpc onz vy cpyv we li gthd ustn dvw qf de tmrm vpax kihe bagz iyc fhxz ghta hcyp qrl keqq psm fg okb huxz csi fxfk vql hx qf rn eh kpi ob wou yyjo wips mqwe yv derj jzt tz xzu wf ojsq xg qq gdjd wl zu ric qz kdna we cjg ycqb jm mg itp wmli xsb wnls gx jv zehz xi jf dd ey km yfms qbzy sgk leme ld qp lha ni oqs ofg miga stun wwmh hevp bcc qy jiia uyeh vqm uq vx sh zsd kr keso aanh kt aolq ju twr lzj ygf zt ewq mxrd nc frt anxu ces bdaa cgw vrp oz ptg tdb ojv hwv zimy nzi eob kcdc ga lbfk mefg vlrk pas jlym vn shag fp mm bd xell ubl jugb az tvqk woox tf pjr qxm cvmf mg ynv cpbg zdf ji roo oum hced edf bc nba hu le cq ov ney nxa dalj tdy mciz qmj vhk lgi mg rw hszf htle oy rzqq bv adc aury vu vik ul palc yti vnks oc gzq mdj isnm 
ঢাকা, সোমবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ

মেইক শিপ্ট ওপেনার মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর জোড়া সেঞ্চুরির পর বোলারদের নৈপুন্যে এশিয়া কাপের সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ।
গতকাল ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ ৮৯ রানের ব্যবধানে হারিয়েছে আফগানিস্তানকে। এই জয়ে ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থাকলো বাংলাদেশ। ১ খেলায় ২ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে আছে শ্রীলংকা। প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৫ উইকেটে হেরেছিলো বাংলাদেশ। আগামী ৫ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে শ্রীলংকা ও আফগানিস্তান। ঐ ম্যাচের ফলাফলের পর চুড়ান্ত হবে টুর্নামেন্টের সুপার ফোর।
পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন নিয়ে খেলতে নামে বাংলাদেশ। আগের ম্যাচে ওপেনার হিসেবে অভিষেক হওয়া তানজিদ হাসান তামিম বাদ পড়ায় মেইক শিপ্ট ওপেনার হিসেবে শুরুতে নামেন মিরাজ। তার সাথে ছিলেন মোহাম্মদ নাইম।
মিরাজ-নাইম উদ্বোধনী জুটিতে ১০ ওভারে ৬০ রান পায় বাংলাদেশ। ওভারের শেষ বলে স্পিনার মুজিব উর রহমানের বলে বোল্ড হওয়ার আগে ৫টি চারে ৩২ বলে ২৮ রান করেন নাইম।
নাইমের বিদায়ে ব্যাটিংয়ে প্রমোশন পেয়ে তিন নম্বরে নামেন ইনফর্ম তাওহিদ হৃদয়। রানের খাতা খোলার আগেই পেসার গুলবাদিন নাইবের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরেন হৃদয়।
৪ বলের ব্যবধানে ২ উইকেট হারিয়ে হঠাৎ চাপে পড়ে বাংলাদেশ। তবে দলকে চাপমুক্ত করতে আফগানিস্তানের বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলেন মিরাজ ও চার নম্বরে নামা শান্ত। ২০তম ওভারে বাংলাদেশের রান ১শ পার করেন তারা। ২৪তম ওভারে ওয়ানডেতে তৃতীয় হাফ-সেঞ্চুরির স্বাদ নেন ৬৫ বল খেলা মিরাজ। ৩১তম ওভারে ছক্কা দিয়ে ওয়ানডেতে পঞ্চম অর্ধশতক করেন শান্ত। এজন্য ৫৭ বল খেলেন তিনি।
শান্তর ১টি ছক্কা ও ২টি চারে পেসার ফজলহক ফারুকির করা ৩৩তম ওভারে ১৭ রান পায় বাংলাদেশ। ৩৫তম ওভারে দলীয় রান ২শতে পৌঁছায় টাইগাররা।
৪১তম ওভারে ৭৯ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান মিরাজ। ১১৫ বলে শতক পূর্ণ করেন ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত ওপেনার হিসেবে নামা মিরাজ। সেঞ্চুরির পর আঙুলে ক্র্যাম্প হবার কারনে ৪৩তম ওভারে আহত অবসর নেন ৭টি চার ও ৩টি ছক্কায় ১১৯ বলে ১১২ রান করা মিরাজ। তৃতীয় উইকেটে শান্তর সাথে ১৯০ বলে অবিচ্ছিন্ন ১৯৪ রান তুলেন মিরাজ। সব মিলিয়ে ও আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় উইকেটে এই জুটির রান দ্বিতীয় সর্বোচ্চ। এশিয়া কাপে বাংলাদেশের পক্ষে যেকোন উইকেটে সর্বোচ্চ রানের জুটি এটি। এর আগেরটি ২০১০ সালে ডাম্বুলায় পাকিস্তানের বিপক্ষে ১৬০ রান করেছিলেন ইমরুল কায়েস ও জুনায়েদ সিদ্দিক।
মিরাজ ফেরার ওভারে ২৯ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ১০১ বলে দ্বিতীয় সেঞ্চুরি পূর্ন করেন শান্ত। পঞ্চমবারের মত বাংলাদেশের পক্ষে একই ইনিংসে দুই ব্যাটার করলেন। অবশ্য সেঞ্চুরির পরই রান আউট হওয়া শান্ত ৯টি চার ও ২টি ছক্কায় ১০৫ বলে ১০৪ রান করেন।
শান্তর পর রান আউট হন মুশফিকও। ১টি করে চার-ছক্কায় ১৫ বলে ২৫ রান করেন মুশফিক। মুশফিকের বিদায়ে উইকেটে আসেন অভিষিক্ত শামীম হোসেন। ওয়ানডেতে নিজের মুখোমুখি হওয়া প্রথম বলেই ডিপ ফাইন লেগ দিয়ে ছক্কা মারেন শামীম। বোলার গুলবাদিনকে ছক্কা মেরে দলের রান ৩শ রান পার করেন শামীম।
৪৯তম ওভারে শামীম রান আউট হলেও সাকিবের ঝড়ো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৩৪ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। শেষ ১০ ওভারে ১০৩ রান পায় টাইগাররা। ওয়ানডেতে এটি তৃতীয় ও আফগানিস্তানের বিপক্ষে সর্বোচ্চ দলীয় রান বাংলাদেশের। পাশাপাশি এশিয়া কাপের মঞ্চে এটিই সর্বোচ্চ রান টাইগারদের।
৪টি চার ও ১টি ছক্কায় ১৮ বলে ৩২ রানে অপরাজিত থাকেন সাকিব। শামীম করেন ৬ বলে ১১ রান। আফিফ হোসেন অপরাজিত ৪ রান করেন। আফগানিস্তানের মুজিব ও গুলবাদিন ১টি করে উইকেট নেন।
জয়ের জন্য আফগানিস্তানের সামনে টার্গেট ৩৩৫ রান। পরিসংখ্যান বলছে, নিজেদের ওয়ানডে ইতিহাসে কখনও ৩শ বা তার বেশি রান তাড়া করে ম্যাচ জিততে পারেনি আফগানরা। ইতিহাসকে ভুল প্রমানের লক্ষে খেলতে নামা আফগানিস্তান দ্বিতীয় ওভারেই উইকেট হারায় । পেসার শরিফুল ইসলামের বলে লেগ বিফোর আউট হন ১ রান করা ওপেনার রহমানউল্লাহ গুরবাজ।
শুরুর ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে ৯৭ বলে ৭৮ রান তুলেন আরেক ওপেনার ইব্রাহিম জাদরান ও রহমত শাহ। এই জুটি ভেঙ্গে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন তাসকিন। ৩৩ রান করা রহমতকে সরাসরি বোল্ড আউট করেন তাসকিন।
তৃতীয় উইকেটে ইনিংস মেরামতের চেষ্টা করেন ইব্রাহিম ও অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদি। হাফ-সেঞ্চুরি জুটি গড়ে বিচ্ছিন্ন হন তারা। হাসানের বলে মুশফিকের দুর্দান্ত ক্যাচ ফিরেন ওয়ানডেতে চতুর্থ হাফ-সেঞ্চুরি করা ইব্রাহিম। ১০টি চার ও ১টি ছক্কায় ৭৪ বলে ৭৫ রান করেন তিনি।
এরপর নাজিবুল্লাহ জাদরানকে নিয়ে মারমুখী ব্যাটিং শুরু করেন শাহিদি। উইকেট সেট হয়ে জুটিতে দ্রুত হাফ-সেঞ্চুরি তুলে নেন তারা। এই জুটি ভাঙ্গতে ঘুড়িয়ে ফিরিয়ে বোলার ব্যবহার করেন দলপতি সাকিব। অবশেষে ৩৭তম ওভারের প্রথম বলে নাজিবুল্লাহকে (১৭) বোল্ড করে বাংলাদেশকে খেলায় ফেরার পথ দেখান মিরাজ। ৫২ বলে ৬২ রান যোগ করেন শাহিদি ও নাজিবুল্লাহ।
মিরাজের আঘাতের পর আফগানিস্তানকে লড়াইয়ে থেকে ছিটকে দেন শরিফুল ও তাসকিন। ১৮ রানের ব্যবধানে ৩ উইকেট তুলে নেন তারা। শাহিদিকে ৫১ ও গুলবাদিনকে ১৫ শিকার করেন শরিফুল। ৩ রানে তাসকিনের শিকার হন নবি। ২১৪ রানে সপ্তম উইকেট হারায় আফগানিস্তান।
শেষ পর্যন্ত ৪৪ দশমিক ৩ ওভারে ২৪৫ রানে অলআউট হয় আফগানিস্তান। বাংলাদেশের তাসকিন ৪৪ রানে ৪ উইকেট নেন। এছাড়া শরিফুল ৩টি, হাসান ও মিরাজ ১টি করে উইকেট নেন।
স্কোর কার্ড : (টস-বাংলাদেশ)
বাংলাদেশ ইনিংস :
নাইম বোল্ড মুজিব ২৮
মিরাজ আহত অবসর ১১২
হৃদয় ক ইব্রাহিম ব নাইব ০
নাজমুল রান আউট ১০৪
মুশফিক রান আউট ২৫
সাকিব অপরাজিত ৩২
শামীম রান আউট ১১
আফিফ অপরাজিত ৪
অতিরিক্ত (লে বা-৬, ও-১২) ১৮
মোট (৫ উইকেট, ৫০ ওভার) ৩৩৪
উইকেট পতন : ১/৬০ (নাইম), ২/৬৩ (হৃদয়), ২/২৫৭ (মিরাজ, আহত অবসর), ৩/২৭৮ (শান্ত), ৪/২৯৪ (মুশফিক), ৫/৩২৪ (শামীম)।
আফগানিস্তান বোলিং :
ফারুকি : ৬-১-৫৩-০ (ও-১),
মুজিব : ১০-০-৬২-১ (ও-২),
গুলবাদিন : ৮-০-৫৮-১,
জানাত : ৬-০-৩৯-০ (ও-১),
নবি : ১০-০-৫০-০,
রশিদ : ১০-১-৬৬-০।
আফগানিস্তান ইনিংস :
গুরবাজ এলবিডব্লু ব শরিফুল ১
জাদরান ক মুশফিক ব হাসান ৭৫
রহমত বোল্ড তাসকিন ৩৩
শাহিদি ক হাসান ব শরিফুল ৫১
নাজিবুল্লাহ বোল্ড মিরাজ ১৭
নবি ক আফিফ ব তাসকিন ৩
গুলবাদিন বোল্ড শরিফুল ১৫
করিম রান আউট ১
রশিদ ক সাকিব ব তাসকিন ২৪
মুজিব হিট উইকেট ব তাসকিন ৪
ফারুকি অপরাজিত ১
অতিরিক্ত (লে বা-৩, ও-১৭) ২০
মোট (অলআউট, ৪৪.৩ ওভার) ২৪৫
উইকেট পতন : ১/১ (গুরবাজ), ২/৭৯ (রহমত), ৩/১৩১ (ইব্রাহিম), ৪/১৯৩ (নাজিবুল্লাহ), ৫/১৯৬ (শাহিদি), ৬/২১২ (গুলবাদিন), ৭/২১৪ (নবি), ৮/২১২ (করিম), ৯/২৪৪ (মুজিব), ১-১০/২৪৫ (রশিদ)।
বাংলাদেশ বোলিং :
তাসকিন : ৮.৩-০-৪৪-৪ (ও-৩),
শরিফুল : ৯-১-৩৬-৩ (ও-৫),
হাসান : ৯-১-৬১-১ (ও-১),
সাকিব : ৮-০-৪৪-০ (ও-১),
আফিফ : ১-০-৬-০,
মিরাজ : ৮-০-৪১-১ (ও-২),
শামীম : ১-০-১০-০।
ফল : বাংলাদেশ ৮৯ রানে জয়ী।
ম্যাচ সেরা: মেহেদি হাসান মিরাজ(বাংলাদেশ)

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন