রামগঞ্জে ইভটিজিংয়ের দায়ে বৃহস্পতিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় পদ্মা বাজারে আরিফ হোসেন নামের এক বখাটে যুবককে কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মনিরা খাতুন । আরিফ হোসেন উপজেলার লামচর ইউনিয়নের মজুপুর গ্রামের স্বর্নকার বাড়ির দুলাল হোসেনের ছেলে। জানাগেছে,উপজেলা লামচর ইউনিয়নের দাশপাড়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর একছাত্রীকে স্থানীয় আরিফ হোসেন নামের এক বখাটে যুবক গত তিন বছর যাবৎ বিভিন্ন ভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিল। বৃহস্পতিবার বিকেলে স্কুল থেকে ওই ছাত্রী বাড়ি যাওয়ার পথে চনখোলা নামক স্থানে বখাটে আরিফ হোসেন তার পথ রোধ করে জোর পূর্বক শ্লীলতাহানির চেষ্টা করেন । ভুক্তভোগী ওই ছাত্রীর আত্মচিৎকারে স্থানীয় লোকজন ঝড়ো হয়ে ছাত্রীকে উদ্ধার করে বখাটে যুবককে আটক করে ম্যাজিস্ট্রেটকে বিষয়টি অবগত করেন। ম্যাজিস্ট্রেট এসে ভিকটিমের মুখ থেকে ঘটনার বর্ননা শুনে সত্যতা যাচাই করে স্কুল ছাত্রীকে ইভটিজিং এর অপরাধে দন্ডবিধির১৮৬০ এর অধীনে একজন বখাটে যুবককে এক মাসের কারাদন্ড প্রদান করেন ।