চট্টগ্রামের হাটহাজারীতে বন্যায় ক্ষতবিক্ষত হয়েছে গ্রামীণ অবকাঠামো। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানি তীব্র স্রোতে সড়কের উপর দিয়ে গড়িয়ে যাওয়ায় নিন্ম অঞ্চলের বহু রাস্তাঘাট ধসে বিধস্ত হয়ে গেছে।বেশ কয়েটি কার্লভাট ও ব্রীজও বিধস্ত হয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার পরিদর্শন করে দেখা যায়, উপজেলার সবচেয়ে ক্ষতি গ্রস্ত ইউনিয়ন হচ্ছে নাঙ্গলমোড়া, ছিপাতলী, গড়দুয়ারা শিকারপুর,বুড়িশ্চর, মেখল ইউনিয়ন। এসব ইউনিয়নের টানা বর্ষনে ও হালদা জোয়ারের পানিতে বহু রাস্তঘাট পানিতে তলিয়ে যায়।পানির তীব্র স্রোতে ভেসে সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। এছাড়া বন্যার পানিতে কৃষক ও মৎস্য চাষিরাও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। কৃষকদের লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে বন্যায় পরবর্তীতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ (এমপি) উপজেলা নির্বাহী প্রকৌশলী জয়শ্রী দে বলেন, টানা বর্ষণে হাটহাজারী জনগনের চলাচলের সড়ক সহ প্রধান প্রধান সড়ক ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পারিমান আনুমানিক ৫০-৬০ কোটি টাকা।বরাদ্ধ পাওয়ার পর বিধস্ত সড়ক গুলো সংস্কারে কাজ দ্রুত শুরু করা হবে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান বলেন, বন্যায় হাটহাজারীর বেশ কয়েকটি ইউনিয়ন ব্যাপক ক্ষতি হয়েছে। অবকাঠামো ক্ষতিগ্রস্ত সড়কে তালিকা তৈরি প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে। জন প্রতিনিধিদের তালিকা হাতে পেলে সংস্কারের জন্য প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করা হবে।