জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম কেন্দ্র সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন। শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজ বিজ্ঞানী বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটি উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রিমিয়ার বিশ^বিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নুর আনোয়ার হোসেন রনজু। অতিথি প্রয়োজক শেখ শওকত ইকবাল চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ডিন আইন অনুষদ প্রফেসর ড. এবিএম নোমান, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের অতিরিক্ত পরিচালক(অর্থ) আতাউর রহমান, মুখ্য চিত্রগ্রাহক পান্দু রেজা, প্রোগ্রাম ম্যানেজার রোমানা শারমিন, ইঞ্জিনিয়ারিং ম্যানেজার সায়েম ইবমে আকবর, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিজ্ঞাপন আধিকারিক মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রযোজক মামুন মাহমুদ, ষ্টোর কিপার মোঃ আবু জাফর শাকিল, মাওলানা মোঃ ইব্রাহীম দোয়া মাহফিল পরিচালনা করেন, ইসলামিক ফাইন্ডেশন চট্টগ্রাম এর ফিল্ড অফিসার নূর মোহাম্মদ আজিজ। প্রধান অতিথি বক্তব্যে ড. অনুপম সেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি তিনি একজন অকুতোভয় বীর, তিনি বাঙ্গালির চেতনা। বঙ্গবন্ধু বাঙ্গালি জাতির প্রেরণার উৎস, বঙ্গবন্ধুর মত সাহসী দূরদর্শী ও দেশ প্রেমিক নেতৃত্ব ছিল বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটা আমাদের সৌভাগ্য। সভাপতির বক্তব্যে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নূর আনোয়ার রনজু বলেন আমরা বঙ্গবন্ধুর কাছে ঋণী। বঙ্গবন্ধু রক্ত দিয়ে আরো বেশি ঋণী করে গেছেন। তার রক্তের ঋণ বাঙ্গালি জাতি শোধ করতে পারবে না। কাজের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাতে পারবো।