জলবায়ুর পরিবর্তনে মানুষ প্রতিফল ভোগ করছে। পরিবর্তনের এ সময়ে প্রতিটা বাড়ির আঙ্গিনায় বাড়ির ছাদে যদি বৃক্ষরোপণ শুরু হয় তাহলে ঋতু তার আগের গতিতে ফিরে আসবে। চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে চলতি বছরে ২৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় সোমবার হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের আয়োজনে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কস্থ হালদার প্যারারাল খাল (আনিস খাল)’র পাড়ে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এ কথা বলেন। সংগঠনের সভাপতি আসলাম পারভেজ ও সম্পাদক বোরহান উদ্দিনের সঞ্চালনায় এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম, এসিল্যান্ড আবু রায়হান, পিআইও নিয়াজ মোর্শেদ, ইউপি চেয়ারম্যান হারুন উর রশিদ, সাংসদের ব্যক্তিগত সহকারী সৈয়দ মঞ্জুর আলম, ,সংগঠনের নেতৃবৃন্দ সাংগঠনিক সম্পাদক, আলমগীর হোসেন, যুগ্ন সম্পাদক উজ্জ্বল নাথ, সহ সাংগঠনিক সম্পাদক সুমন পল্লব, ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহেদ, প্রচার সম্পাদক আবু নোমান, সহ প্রচার সম্পাদক ওসমান,সদস্য এরশাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া অত্র সংগঠনের পক্ষ থেকে গরিব অসহায় পরিবারের জন্যে দেশে চলমান ডেঙ্গুর প্রতিরোধক সরঞ্জাম তুলে দেয়া হয় প্রধান অতিথির হাতে।