খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার খালেক বলেন বিএনপি জামায়াত রাজপথে এবং রাজনীতিতে পরাজিত হয়ে তারা ১৪ সালের মত অগ্নিসন্ত্রাস, নারী নির্যাতন, গাড়িতে পেট্রোল বোম হামলা চালিয়ে জীবন্ত মানুষ পুড়িয়ে মেরেছিল বাংলার মানুষ সেই ভয়াবহ স্মৃতির কথা এখনো ভুলেনি । তারা দেশের মানুষের জানমালের নিরাপত্তা কথা না ভেবে অমানবিক ভাবে অগ্নি সন্ত্রাস করেছে। বাংলাদেশের জনগণ ১৩-১৪ সালের তাদের অগ্নি সন্ত্রাসের ঘৃণিত ইতিহাস এখনো ভুলিনি। তিনি আরও বলেন দেশের উত্তরবঙ্গে একুশটি বাড়িতে একযোগে গান পাউডার দিয়ে মানুষকে পুড়িয়ে মেরেছিল। দিনাজপুরে ইয়াসমিন ও রামপালের ছবি রাণী, পূর্নিমা রাণী, খুলনার দৌলতপুরে রুনিকে ধর্ষণ করে হত্যাসহ অসংখ্য মা বোনদের ধর্ষণ করেছিল। বাগেরহাটের ঠাকুরবাড়ীতে হামলাসহ সংখ্যালঘুদের বাড়িঘর ভাংচুর করেছিল বিএনপি জামায়াত। তাদের সেই জ্বালাও পোড়াও খুন হত্যা ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে বাংলার জনগণ তাদেরকে বিগত নির্বাচনে প্রত্যাখ্যান করে এদেশের জনগণ তাদের ভোটাধিকারের মাধ্যমে নৌকা মার্কায় ভোট দিয়ে বিএনপি জামাতের অপকর্মের জবাব দিয়েছে। ক্ষমতার লোভে অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে পুরাতন চরিত্রে ফিরেতে চাচ্ছে আবারও বিএনপি জামায়াত। সে স্বপ্ন কখনো পূর্ণ হবে না শেখ হাসিনার সরকার দেশে পদ্মা সেতু বানিয়েছেন, তিনি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলেছেন। তাই দেশের জনসাধারণ আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নে পাশে থেকে শক্তিশালী করতে চায়। খুলনা সিটি মেয়র আরও বলেন, এতিমের টাকা চুরি করে লন্ডনে বসে তারেক জিয়া দেশকে অশান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জনগণ পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে তাদের এই অগ্নি সন্ত্রাস ও দেশ বিরোধী ষড়যন্ত্রের জবাব দিবে ইনঃ। এ সময়ে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে আমাদের সকলকে বিভেদ ভুলে রাজপথে নামতে হবে, ভোটারদের দ্বারে দ্বারে আমাদের যেতে হবে এবং বিএনপির অগ্নি সন্ত্রাস ও সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে রাজনৈতিক ভাবে। তিনি মহানগর স্বেচ্ছাসেবক লীগ কে ধন্যবাদ দিয়ে আরও বলেন আমার সিটি নির্বাচনে স্বেচ্ছাসেবক লীগ প্রশংসনীয় কাজ করেছে মানুষের দ্বারে দ্বারে গিয়ে তারা ভোট প্রার্থনা করেছে। গত রবিবার বিকালে নগরীর শিববাড়ী মোড়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত অনুষ্ঠানের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সমস্ত কথা বলেন তিনি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সাইফুর রহমান ছিন্টু। সমাবেশের শেষে বেলুন ফেস্টুন ও কবুতর উড়িয়ে খুলনা নগর স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন শেষে আনন্দ র্যালী নগরীর বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।