চট্টগ্রাম বন্দর রিপাবলিক ক্লাবে গত শুক্রবার বিকাল ৪ টায় প্রখ্যাত শ্রমিকনেতা চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক এর স্মরন সভা ডক বন্দর শ্রমিক ইউনিয়ণ এর সভাপতি ও ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর গোলম মোহাম্মদ চৌধুরীর সভাপত্তিত্বে ও চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ (সি.বি.এ)এর সাধারণ সম্পাদক মোঃ নায়েবুল ইসলাম ফটিক এর সঞ্চালনায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত চিলেন গন প্রজাতন্ত্রী বালাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, এম.পি , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১১ আসনের এম.এ আবদুল লতিফ এম.পি, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আজম খসরু। প্রধান অতিথির বক্তব্যে বলেন, যারা দুঃসময়ে শ্রমিক আন্দলনে নেতৃত্ব দিয়েছেন তারাই শ্রমিক সংগঠনগুলোর নেতৃত্বে থাকা উচিৎ। দুঃসময়ের কান্ডারী শ্রমিক নেতা আব্দুল আহাদের মত নেতাদের নাম বন্দর ইতিহাস ঐতিহ্যে স্বর্ণাক্ষারে লিপিবদ্ধ থাকবে। প্রয়াত নেতা মরহুম আবদুল আহাদের শ্রমিক রাজনীতিতে যথেষ্ঠ ও অপরিসীম গুরুত্বের কথা স্বীকার করেন, তা স্মরনীয় করে রাখার স্মরনীকার জন্য তার নামে একটি সড়ক করার প্রস্তাব করেন। বিশেষ অতিথির বক্তব্যে বলেন ডক বন্দর শ্রমিক কর্মচারীদের অধিকার আদায়ে মরহুম আবদুল আহাদের নিস্বার্থ ত্যাগের কথা স্মরন করে সকল নেত্রীবৃন্দকে তার আদর্শে অনুপ্রানিত হওয়ার আহবান জানান এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন। প্রধান বক্তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শ্রমিক বান্দব নেত্রী। শ্রমিকদের অধিকারের ব্যাপারে তিনি অত্যান্ত সচেতন ও দায়িত্বশীল তাই শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। উক্ত সভায় আরও বক্তব্য রাখেন মহানগর শ্রমিকলীগের সভাপতি বখতিয়ার উদ্দিন চৌধুরী, বন্দর জাতীয় শ্রমিক লীগ সিডিএ এর সাবেক সাভাপতি এডভোকেট মাহফুজুর রহমান, চট্টগ্রাম মহানগর যুবলীগ এর সহ-সভাপতি বাবু দেবাশীষ পাল দেবু, লবন শ্রমিকলীগের সভাপতি আব্দুল মতিন মাষ্টার, বন্দর সিবিএ সভাপতি মোহাম্মদ আজিম, চট্টগ্রাম বন্দর উইন্সম্যান সভাপতি মোঃ বেলাল হোসেন, ৩৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ জানে আলম, শ্রমিকনেতা গাজী জসিম, লায়লা এটলি, মোশারফ হোসেন, মোঃ ইয়াকুব, মহিউদ্দিন দস্তগীর, রেজাউল করিম রাজু, হুমায়ুন কারী, জাকির মিয়া, মাহমুদুল রহমান বাপ্পি, চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুজ্জামান জনি, সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস কেরানী প্রমুখ।