বিশ্ব মানের স্বাস্থ্য সেবা। ভুল চিকিৎসায় যাতে অকাল মৃত্যু না হয় এমন প্রতিপাদ্য বিষয়কে লক্ষ্য রেখে সুন্দর নির্মল পরিবেশে স্বাস্থ্য সেবার অঙ্গিকার রেখে গত ২৭ জুলাই অ্যাপোলো ইমপেরিয়াল হসপিটালস্ ডিপার্টমেন্ট অব কার্ডিয়াক সায়েন্সেস এর মত বিনিময় সভা হসপিটাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় ওপেন হার্ট সার্জারী সেবা বিষয়ক বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তাররা বক্তব্য রাখেন। স্বাস্থ্য সাথী অনুভব এর যৌথ উদ্যোগে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন- অ্যাপোলো ইমপেরিয়াল হসপিটালের চেয়ারম্যান ওয়াহিদ মালেক, সিইউ ডা: এ,এন,রাও, ডা: প্রকাশ কে এন, শান্তা রানী, হেড অব বিজনিসে ডাঃ সাখাওয়াত হোসাইন শাকিল, কার্ডিয়াস ডাঃ সুমন সিকদার, কার্ডিয়াস কনসালটেন্ট ডাঃ সাইফুর রহমান সোহেল, প্রফেসর ডা: মাসুদ আহমেদ। এসময় অতিথিগণ বলেন, শুধু চট্টগ্রাম নয় সারা দেশে ওপেন হার্ট সার্জারীর বিষয় নিশ্চিয়তা দিচ্ছে অ্যাপালো ইমপেরিয়াল হসপিটাল, বর্তমানে হসপিটিলটিতে ৭৫ বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন। যা স্বাস্থ্য সেবায় যুপোযোগী আস্থার প্রতিষ্ঠান। মত বিবিনয় সভায় চট্টগ্রামের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।