মহান মুক্তিযুদ্ধে আত্মঘাতী এক শ্বাসরুদ্ধকর সফল অভিযান ‘অপারেশন জ্যাকপট’ নিয়ে আলোচনা সভার আয়োজন করেছে ‘শিকড় ফাউন্ডেশন বাংলাদেশ’। ২২ জুলাই (শনিবার) বিকেল ৩ টায় বন্দর স্কুল ও কলেজ সংলগ্ন শহীদ মো. ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। অবিশ্বাস্য এই অভিযানের অধিনায়ক কমডোর এ ডব্লিউ চৌধুরী, বীর উত্তম, বীর বিক্রম এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে নিজ মুখে সেই আত্মঘাতী অভিযানের কথা বর্ননা করতে গিয়ে সেদিনের রোমাঞ্চকর গল্পে বলেন, আমি মারা গেলে কেউ দায়ী নয় ,সেরকম দলিলে স্বাক্ষর করে আমরা মৃত্যুকে আলিঙ্গন করতে গিয়েছিলাম। প্রধান বক্তা ছিলেন শিকড় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ সরদার, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, হাজী মো. ইলিয়াস, মো. আলী ও বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক। সভায় সভাপতিত্ব করেন ‘শিকড় ফাউন্ডেশন বাংলাদেশ’ এর সভাপতি ও দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল মালিক। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন করেন, একক গান পরিবেশন করেন ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান ও বিটু শীল। মঞ্চে ২১ জন বীর মুক্তিযোদ্ধা নৌ কমান্ডোকে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেয়া হয়। আলোচনা সভায় বন্দর কলেজ, বেপজা কলেজ, বিএন কলেজ, সিটি কর্পোরেশন মহিলা কলেজের শিক্ষার্থী,রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।