চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুরে ভয়াবহ অগ্নকাণ্ডে এক পরিবারের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত্রী সোয়া চারটার দিকে ৮ নং ওয়ার্ডের চৌধুরী পাড়া মানিক চৌধুরীর বাড়ির জোস মোহাম্মদ প্রকাশ জুনুর ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় টিনসেড ওই ঘরের আসবাবপত্রসহ ওই পরিবারের দুটি পাসপোর্ট, ওই জায়গার দলিল, চারটি আইডি কার্ড, চারজনের এস এস এসি, এইচ এস সি ও বিএ পরীক্ষার মূল সার্টিফিকেট, কয়েকটি ব্যাংকের চেক বই পুড়ে যায়। ঘটনার খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘটনার সূত্রপাত জানাতে পারেনি। ক্ষতিগ্রস্থ ঘরে কোন চুলা এবং বিদ্যুতের সংযোগ ছিলনা। অগ্নিকাণ্ডে ঘরে থাকা জুনু অগ্নিদগ্ধ হয়। তাকে উদ্ধার করে চমেক পাঠানো হয়েছে। জুনুর পুত্র এমদাদ বলেন, ধারনা করা হচ্ছে কেউ ঘরে আগুন লাগিয়েছে। পার্শ্ববর্তী কিছু লোকের সাথে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে মামলাও চলমান। এদিকে হাটহাজারী মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এই সময় এসআই মো. হারুন বলেন, অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়ার কথা বলেন থানা পুলিশ।