নোয়াখালী,ফেনী, লক্ষীপুর,চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এর অংশ হিসেবে হাটহাজারীতে ৩দিন ব্যাপি কৃষি মেলা উদ্ধোধন করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের প্রাঙ্গনে উপ:সহ কৃষি কর্মকর্তা অরুপ বড়ুয়া সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃশাহিদুল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন সিকদার। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী, প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ (এমপি)। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নরুল আলম বাসেক,উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক আলহাজ্ব ইউনুস গনি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম মুক্তা, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার( ওসি) নরুল আলম,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা রস্নি চাকমা,উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলহাজ্ব মনজুরুল আলম মন্জু,কৃষি উদ্যাগতা আবু নোমানসহ ইউপি চেয়ারম্যান, সাংবাদিকগন বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি বক্তব্যে বলেন,সরিষা উৎপাদন যেখানে হত না সেখানে আজ সারাদেশের মধ্যে সরিষা উৎপাদন হাটহাজারী শীর্ষে।সারাদেশে হাটহাজারীর মরিচ শীর্ষ।আজকে আমের যে কোয়ালিটি সেটা কল্পনা করা যায়না।বিশ্বে ফলজ ফলনে আমাদের দেশ চর্তুথ। প্রযুক্তি দিক দিয়ে আমাদের দেশ অনেক এগিয়ে,সেই প্রযুক্তিকে কৃষকদের মাঝে কাজে লাগতে পারলে কৃষক আরো এগিয়ে যাবে। আলোচনা সভা শেষে ৩ দিনব্যাপ কৃষিমেলার উদ্ধোধন করা হয়।