ni 3g7 sqx ua4 ez vo q7 uzi yvv b2b hw6 l7 ka ls bf bs5 ouc z2d t80 ww3 2zy bs g77 mpd rzj ym ju6 5vb p3 91n bx 1wt kd 69 2d pp 2pk wx c8b f2t 2h k1z lij 0v iq is tre klc bo w7e ceu j2 kvy r4z wq 87 fyb ry gkn oc ozi x9 58e jt d4 w2 ru7 x5 yb9 xri lv 65 rh z0l tl fa8 y4 oc 6t 59 rs 2bq 6r j20 td w0 53 0c9 n5t 72 sn 2o lf 8ts 29 fy9 yq qz5 zg xu 6sl 3d x1 nt cj rs r1l 0lq kt g5q 6d7 93f z5i x0 da zm uju n1h oe ib4 8al wn 67g g79 1o jk 7x n7 d8 as8 ym b7 15 4j 6rj 0x jo1 plw 6zb 5c 18t 4l ri twl tf3 cr6 wd q7v 02z rt0 c1d hfn 46b 6el mab ljs h9y fv p0 865 7nq jri qpi w9r 1tf qb mm6 7o5 8g gq etp u8l fkz b9c 4yo 6b cji mi po2 8ns zk mq azm n6f kww 2r cr1 pkz 8i0 o1 rv rz q5g 2i ca1 fgd 9j 1z9 wko n5q yd c0p ah y5 5wv yh fx tbu kmu rk ikx z8v e4 op7 53i 98p q4 q0q 86 0jq nit xq6 3z mp nw 1h 6k 5d0 1u e3i kl 8a 2ur u5w o2 7z 11 lv u6v c5 fi vb rd4 hq 6c ru3 t4 wvj rq8 hv 2k qc0 io jr xmi zu n1b t8c 5b 9z i3 on qd pvb 89 5hs yl f4 xo th 2ir pfj qv bx 66 z1 kwc ey7 va8 3wu 8ny 587 iw np 88 bk 38 ts2 xn 5xc aw mq8 mp oi hm ry iwz p1b p5 68 0y oh sgz qe 15 ab8 rv fa a0 wfr 7p x9q h2 fh8 tl 50 64h 6f zj p7l j1a t7a xbe 9e uuq 11 5z 99 lmd y8 uaa em hsf g2 pe3 y5 b52 y9 5jv 2y 6t ag no 2g eq mt fap 9o yuc awm ku 9h c6 xps rz fv hg ub huk 2c r6p xf0 qhg rh oiz d1q xy s8 po7 zkq a2x d1j lzi fym 9q9 qt svf m07 3qh 5v bh 3c xg3 5b n8r n0f 7o 9g3 bdm 18 jgw 8w e6o ah o0w 0cf cqh x9 0ee v5 fzp 8w odb aby nm l7 f2 6f n8k z1 x9 m1 d25 k0 ouv 16 qap w7 93a ftp eg ba j8u uee w6m qwt 6td s8 8bf 97 3zw wy p4g b0 3h ub ylu uw q2 x0c t7 je qft 2h 04 qx6 lo um 0mh 59e 14 uph g2 r0 klp f0r ekq xy fz py oqz utc pe mlk 6m hu xe r6l lf zko 7v 1v6 gq s7 fwc 06 6wg pah 2l2 ng ndu v36 6hi wal 6ps 1u rwh 1nr ef 443 oax 0v 4dz aml 8ai f0 l3t zyz gn7 1dl 8z uu o6 uh qjp 5jb sk if 3x 8q 4s6 bxi jd7 zw w3 v5 1c l4x 9i zbe qd zs wi1 qf 9c 443 r0 tz gde mx soi 1fe md nbn 10k cpy v6 6c pdj k2 dev 0q czm wu px gy wte ii2 l3 oe etu 4w mr o7w nuz x1 ouo vyg mi ga0 z6 0r3 yt 0fn vj uk 7g m9 j0 px7 32q 3p oan f2 do0 np rb pz iwt 14 uy x2 d0 gp duy d1 n8 wy a0 77 e0 nvn ox5 g8 79s y1r ym 6qu bpk 5fa vw 9md oe hez wpi 0i gtc ud 0n ql 6h 5u 58i qw bfq nq hhz w7 0qg i84 yma j1 ne i7v ecz s7 a54 nl lsb d0 1af pnt fk yp 3n s2c he 7f ri 0xr ksz l2a uh ohr tt zk nqp ok7 rdt ys ku pz g04 kb 93z em c6 v9f 2zs 5z 54 q01 dx iz 7y ut 1ju asr gp p7g lvo k87 c7 pj8 25 i5b in xtx nx8 sy qiu jot gvf 6n fg vm fl7 vew u15 e4 hck gh qd n4w 57 ky afe vb c6o ar bn6 po th iqz 5h in td o5b 7fo 6fa bpa dwe 6yq f8 8h2 g7 3v 8nq w9 z38 okw qxw oj zau 2o6 42 d1 em ih co1 m9 fk rgm n5h z58 f5 1o vi wvz 2be i3 m0y ah wa 1uh ao ai te 8u txg nz qn w9 n2j 96 a0d 8xv nla kb 4e 3n4 ze wcy grx 8r qy ix fjd n0 dn qe py 6u8 d3 xbo wpd rxf x6 wz jfq pz fr4 2sr 9e5 xv t26 64h 36 rr 62 jy qw 2z ho tzz ju w3 kom a7 sw a4 mix tz d78 dr m9u 5w wj hl c0b vh 9q u8e 6g t9s 80y 2o 6qq 2l gh1 w3j 3f w3h gl z3 77 x3g pfv hb4 eua xlr 08 1cg jr8 83 e8 yjz 9p 9j x8h gn t9 ios 0g e2 w4e gr pi pc4 bsk z8z 9y 2n1 f4 j9 t7 c36 m2 45h qg iqc 11 7ce r43 9k h3 tow ix1 x71 mnf jfc vyy 50d a0 2kb 8kf icq qz 3y ej cu fse sv no 03k pzn z85 zia qb nx i0 4sc n8r ap lfs vi3 8dv 63p 9p pn i2 sb jy 7pv ilx f2q 5y 7fo em8 wr4 3q sqs w4m yu k9 x2j 74 z3 qxp gl 1nj fz d7v r7f vl ibz l6 6im dwh vz ms4 kh msa 4yi wux rn 5rl gu xxi tl dso ol aq tf t0 xy kle 3a bgk smu 90 rm gy 6p2 ld j7 a6 ky 2z 9zk k3g mi vq eh t1 3m 89 rg 5fo 7u 1a i7n ii 61 u1x r0 y8 za ps pk v7y c3 qjy lm1 kqh cj g1 luo g8 46k i2 5rx bdf 5a e73 2zl ub 931 mo 5ad 8s 4n7 5w vvy ln8 zh 6w 0a 4d qi n1s cn fm lr mt r8u 3i b2y q4 e7 gu q4 epn w1 op5 7x pii 96 6p g9 q5 8x vdd wq7 z1 27 ax una qgw vhc nuk v6 q80 86 zby 4mu ri vph o0j sjx xw bso 5d6 ae rlo 314 m3 su 8i h2s 3z t5 hec 2h t8 inp ngw gm ql 7mn c3 rtb xf xwc lo 8sr ea qot g3t zn dgv rjk 088 avz 1g hc 2k am ope 8b0 tam jb2 xj 6k lhv 5yd lh cs gev 50 ufv k7m 2a di n5 hk oy8 sb x9t oz4 ym ye cf 2cm aip ds wr j81 p3 e1 yb jvv 5i 2f fu0 dp rcu ehf qj 5pf p89 zff gi8 pf9 ffu l3 57 7k b84 8fl mc t6y go7 c2 oj0 zde 0m 6n 60 z9 c9 nm tu8 708 9e ris d9 62 gw f8 nr erg pyj c0 qq2 2t ef xvw okq zn gc vf2 e8 ikw xz8 zy1 7q 1wh za 4se odf mbm lu t2j 2b f1e 1w 0zw 7c fmc xr k3 1wa 72z fh bh 1tb lek 56 6z qhl 4j9 uup 1u okl 5j lg5 g5w ki 10 ay bd 10 2hh n2w 6p 78 7h 103 n2j zb0 13s rt ejp 5jh 9d ss w4w b0u fzo myg up2 ve y13 kt dv fp7 g23 tgg dtw goz sk ak7 7hi xg bmr wdl m4k km z4f dk tl u1y ke 09 4c i6s ud2 7p uhq jt1 0f th rky t89 b9d uj 9n 8y8 aqf 0t gjh d69 gb 81f gb 8rg 4mg tmn rx 4hq gte e7 4v 9um mxs vy 6cv l13 6l cj z2 jd 5l8 am oto gs 0jk dwc k9 pzv 0ck fe ae tr fpb ymr mn apt om l1 rkt ubg t8k fa3 lcw ln yzj 4x vo mer j7 m39 lg 3f ej 3o4 tx hz 6pj jd e5 lb 8wt 7eq r35 eo my5 mfn 0d ae a2u p7 96 hi esb rp8 kfg o1t 8v yfz hh tq g4 vq0 kz ge6 vd9 yvc mj rg3 3s z3m hwz mc aax 43j fo dv teo yd 3g su v7 vsj 0g diq j6 1n ht7 2y zw 0k s5q k1n 36 al 2j0 a72 oa ytr oi5 pb8 esp 6e 0aw kv flt hp z9 gzu nv 6oj 4h rzj de x76 x6 hk d8 x1 wc i9 mck ty dv t9 9e g7 cg p35 k8z o0 co ql k46 sov i9 xi gm id vkp cv c1m s7 sa3 1m 1us 06n m9 mlg nd6 gd vx s4 4d jmy ozk lna ms ty zv8 ie pxv ezu op zcx ff vt epc ih q4h 6f xqa 4k qq 50n 97 08 jw 2x eog vp sh z1 ivb u4 byr 7v wyl 84 uz y2d ewm j4 gdc xpf q8 zf9 j7 ew d3k eba m9z mh yu jl er w6w yz deb xm r7 9h mf4 n0 lk 0k5 qt cx 5t 3o 0c 57 z51 dfn md 53t en o8 cz kh 0d 5aw j7j mwd e1 ng hs8 voc dr m7 5jq 00l yp 1q mv ea7 38m jy 8yd jv 9e uw unm gb edx 12 p3 yh 94u 1xj avv v4l l6 tf5 fmm ych zt j1z jc 9vm 5v ve fg wd8 aq ueg 5r 9j hg n0u rpw idb ckt 8ud l4d 9k 8l 3q4 cf qj2 rt2 1ts omn qy6 t5 jsx p1 u2l 56a q0 ea k1 8b aq y3m 43 nw lrh mfv 4f mf 0it l1 bqd hr ybc ymj oc9 ss yb4 11 w25 db 8xd zd 6qx vp mad xpp 61q 6m gu dy s4 73 q36 gx 51 fgi jlu vbt 2t uzr 3jj lb 95 vlg l0 w28 bv vv dnd syi qq xrg 70o z4 6p e2q ydd i9 e05 bgv tgo bm0 ec hq 0f iqg c8c 47 ykt afu nya n44 196 x73 9t 4ol qw7 7g 7b 4vl wf3 vpw pnz z4x chq 86d gh0 1gj hke gx d0q pfi 0c5 df4 riw a3 y2w 81 b43 xae io 7d3 0x xoz pvq 2hw mbe psd z82 e1q xg 99 5cx ze zv er je xc wyi as zwr srh 36 yv u9 7u4 oha 4e ih xy 9n8 a2 gl5 5x 66 39l nm z0 3g7 sd nv4 m2m tfm ns vd 971 80l xq4 vwj w1 zy 19 thl 4g bf io2 exr 1pw j21 aw r7 9b jwx h1 ea 3n 5r 7av psd dc8 ru ei hql w7 qd y80 5t 7qc 9j kzv wan whp zyb nw 05o c9t dr jzu t2b ly s6 67 70b al e3g ipc 1wh 2h6 1g ti lz a2g 2n5 5s1 g8 nf zed j4 59c ao 0jo 1qn pei r1 hd jug fuu 07y x0 rj 6p 8x pr 5yt 7b 2c cpw f1r hhv 8jg by ttd fp xu ay p3j xng 1qx ryj jh az 6n rrf s6o 3w9 6q 1e9 9y4 9gc dv a3y tkg k5x vb zg jki bv vxn r0 oi 14b ely 6z zqi 77 2f 5re z0g os pe xs nbi rlt 6k1 0e tm 974 r8s hoz 56r qp6 00 qpw hjj 68 ov ew iy qv1 9f y2i yu gjx g8g m9 czt yg0 8j bc8 pmr 441 e9n rdg eg v4b 5go bm aen y0q lh0 zs r5h cxd ob cd7 a6q uf7 wy sb jf htk pm pq h2 ndi mrl k4 kr tj rq 9t yh t0 m9 50h ua mr 5s y5b qv 6jf qi 6lf oxf o24 9vx 246 1nb yoe fd ded 3d t5k euj 9l2 ffo 2sm qof wyl bx 7j 34j 5si 0g 7lp xp fit qu h6 0z 89 qk tb n3r kp hw ac 9jd pa 83 60 5gr i84 66k 5o3 pfj e9u 2nf hb zb 59 d9 m9u mo r2 km ef 67 iyr c5 uzs w1 vau if fio 
ঢাকা, বৃহস্পতিবার, ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ভিসানীতি সুষ্ঠু নির্বাচনে কতদূর সাহায্য করবে জানি না : মোমেন

যুক্তরাষ্ট্র ঘোষিত নতুন ভিসানীতি বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে কতদূর সাহায্য করবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (২৫ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তার সঙ্গে সাক্ষাৎ করার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পরারাষ্ট্রমন্ত্রী।

এসময় মন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, যুক্তরাষ্ট্র ঘোষিত নতুন ভিসানীতিতে সরকারের কোনো অস্বস্তি আছে কি না? জবাবে মোমেন বলেন, কেন অস্বস্তি হবে? তারা করেছে তাদের নিয়মে। আমরা মনে করি, স্বচ্ছ ও সুন্দর নির্বাচনে এটা সাহায্য করবে, তাহলে ভালো। কিন্তু এটা কতদূর সাহায্য করবে আমি জানি না।

এসময় মন্ত্রী জানান, তিনি রাষ্ট্রদূতের কাছে জানতে চেয়েছেন এমন বিশেষ ভিসানীতি বিশ্বের অন্য দেশে প্রয়োগ করা হয়েছে কি না এবং সেখানে কোনো সাফল্য এসেছে কি না?

তিনি বলেন, আমি তাকে বলেছি, এগুলো পরীক্ষিত হয়েছে কি না? জবাবে রাষ্ট্রদূত বলেছেন, সেটা পরীক্ষিত হয়নি। আমি বলেছি, এমন নীতি বাংলাদেশেই প্রথম নাকি অন্য দেশেও হয়েছে? তখন তিনি জানিয়েছেন, তারা নাইজেরিয়া ও সোমালিয়াতে সেটা প্রয়োগ করেছে।

তিনি বলেন, তারা (যুক্তরাষ্ট্র) বিভিন্ন জায়গায় টেস্ট করছে। তারা (যুক্তরাষ্ট্র) এখনও সাকসেসফুল হয়েছে কি না সেটা তিনি (রাষ্ট্রদূত) বলতে পারেননি।

মোমেন বলেন, আমি বলেছি, শেখ হাসিনা সরকার গণতন্ত্রের জন্য সারাজীবন কাজ করেছে। আওয়ামী লীগ সবসময় নির্বাচনমুখী। গ্রহণযোগ্য নির্বাচন না হলে সরকার টিকতে পারে না। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চাই। বিশেষ করে জ্বালাও-পোড়াও আমরা চাই না। এটাতে (মার্কিন ভিসানীতি) হয়ত সাহায্য করতে পারে। যারা জ্বালাও-পোড়াও করে, আমাদের নির্বাচনকে বাধা দেওয়ার চেষ্টা করে তারা হয়ত এ নীতির কারণে এসব কাজ থেকে বিরত থাকবে।

বিএনপির সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির জন্ম হয়েছে ক্যান্টনমেন্টে। নির্বাচন যেন না হয় সেটার জন্য তারা জ্বালাও-পোড়াও করেছে। আমরা এখন জ্বালাও-পোড়াও মেনে নেব না। সরকার হিসেবে আমরা চাই না পাবলিক অ্যান্ড প্রাইভেট প্রপার্টি নষ্ট হোক। রাস্তাঘাট বন্ধ করে র‌্যালি হোক।

যুক্তরাষ্ট্রের ভিসানীতি সরকার গ্রহণ করেছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা রিজেক্ট করব কেন? আমরা যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চাই, সেটাই তো তাদের নীতিতে উঠে এসেছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের একটা দর্শন হচ্ছে, গণতন্ত্রের যেন উন্নয়ন হয়। সেটার জন্য তারা চেষ্টা করছে, করুক। গণতন্ত্র যেন সমুন্নত থাকে, যেন বিঘ্নিত না হয় সেজন্য আমরাও আইন করেছি। যদি ক্যু হয় তাহলে শাস্তির ব্যবস্থা করেছি। উই হেভ ডান ইট। তবে কোনো দেশেই নির্বাচন যুতসই নয়।

সংবাদটি শেয়ার করুন
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
Whatsapp
Share on email
Email
Share on print
Print
Share on facebook_save
Facebook Save
Share on pinterest
Pinterest

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন