খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সদস্যদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের করোনাকালীন সহায়তার চেক বিতরণ করা হয়। গতকাল বিকালে খুলনা প্রেসক্লাবের সাংবাদিক হুমায়ুন কবীর বালু মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আকতারুজ্জামান বাবু। এসময় তিনি বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণে খুবই আন্তরিকতার সাথে কাজ করে চলেছেন। সাংবাদিকদের কল্যাণার্থে তিনি সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। যা থেকে প্রতিবছর অসুস্থ, অস্বচ্ছল সাংবাদিক ও তার পরিবারের সদস্যদের সহায়তা দেওয়া হচ্ছে। নিশ্চয়ই এটি একটি মানবিক উদ্যোগ। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর এসব উদ্যোগের কথা সাধারণ মানুষের কাছে প্রচার করতে হবে। এজন্য সাংবাদিকবান্ধব প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজ নিজ নিজ গণমাধ্যমে তুলে ধরা উচিত বলে আমি মণে করি। উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। এই পেশায় নানা সংকট মোকাবেলা করেই এগিয়ে যেতে হয়। মহান পেশার এসব মানুষদের সহায়তা প্রদান একটি প্রশংসনীয় মহতী উদ্যোগ। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কেইউজে সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ সংযোগ সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, কেইউজের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু। এসময়ে উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের সহ-সভাপতি আলমগীর হান্নান, কোষাধ্যক্ষ দিলীপ বর্মণ, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এস এম মনিরুজ্জামান, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন ও শেখ জাহিদুল ইসলাম, সদস্য শেখ আব্দুল হালিম, ওয়াহেদ উজ জামান বুলু, দেবব্রত রায়, রাশিদুল ইসলাম বাবলু, বাপ্পী খান, এস এম ফরিদ রানা, শামীম আশরাফ শেলী, জয়নাল ফরাজী, নূর হাসান জনি, তিতাস চক্রবর্তী, গাজী মনিরুজ্জামান, বাবুল আক্তার, রীতা রানী দাস, আমজাদ আলী লিটন, শেখ লিয়াকত হোসেন, মেহেদী মাসুদ খান, এম এম মিন্টু, এস এম বাহাউদ্দিন, সাগর সরকার, হেলাল মোল্লা, সোহেল রানা, রাজু সাহা বিপ্লবসহ প্রমুখ। উল্লেখ্য খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজ)র উক্ত অনুষ্ঠানে ইউনিয়নের ৯২ জন সদস্যকে ১০ হাজার টাকা করে মোট ৯ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।