ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সকে সমতাকরণ ঘোষণা করার প্রতিবাদে কর্মবিরতিসহ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে মাগুরায়।
কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে রবিবার সকাল ১০টা থেকে মাগুরা প্রেসক্লাবের সামনে ২ ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশ করেন বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন মাগুরা জেলা শাখা। মানববন্ধন সমাবেশে মাগুরার বিভিন্ন সরকারি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মাগুরা ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের (বিডিএসএন ইউ) সভাপতি আবদুল কাদির জানান, নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন প্রেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের সমতাকরণ তারা মানেন না। এর প্রতিবাদে গতকাল শনিবার থেকে কর্মবিরতিসহ নানা কর্মসুচি পালন করছেন । তারা কারিগরিমুক্ত নার্স চান বলে দাবি করেন তিনি। মাগুরা সরকারি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী মরিয়মসহ অন্যান্যরা জানান, কারিগরি নাসিং এর শিক্ষার্থীরা এসএসসির পর বাংলা মিডিয়ামে পড়াশোনা করে মাত্র ৬ মাস ক্লিনিক্যাল প্র্যাকটিস করে এ পেশায় যুক্ত হন সেখানে তারা এইচএসসি পাসের পর তিন বছর ৬ মাস ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে ক্লিনিক্যাল প্র্যাকটিস শেষ করে নাসিং পেশায় আসেন। কারিগরি হতে আসা নার্সদের সল্প জ্ঞানে রোগীর সুচিকিৎসা সুনিশ্চিত করা সম্ভব নয়। এ কারণে নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন প্রেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের মান সমতাকরণের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তা তারা মানেন না। দ্রুত এ প্রজ্ঞাপন বালিতের দাবি তুলে অন্যথায় পরবর্তীতে আরও কঠোর আন্দোলনে যাবেন বলে জানান তারা। উল্লেখ্য, গত ২মে তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ বিভাগ নাসিং শাখা এক প্রজ্ঞাপন প্রকাশ করে। সেখানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ৩ থেকে ৪ বছর মেয়দি ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্স সম্পন্নকারীদের মধ্যে যারা বাংলাদেশ নাসিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে কম্প্রিহেন্সিভ পরীক্ষায় উর্ত্তীর্ণ; নির্ধারিত হাসপাতালে ৬ মাসের ক্লিনিক্যাল প্র্যাকটিস সম্পন্ন করেছেন। তাদের জন্য ডিপ্লোমা কাউন্সিলের ইকুইভ্যালেন্স কমিটির সুপারিশ ও নির্বাহী কমিটির অনুমোদনক্রমে সরকার ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের সমতাকরণের