মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের সাথে ঝিনাইদহে শিশু ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার রাতে ঝিনাইদহ জেলা শিশু একাডেমীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসক এস.এম রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ হাসানুজ্জামান কল্লোল।এসময় উপস্থিত ছিলেন ডিডি এলজি ইয়ারুল ইসলাম,পৌর মেয়র কাইয়ুম শাহারিয়ার জাহেদী হিজল, জেলা মহিলা কিয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন।আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মহিলা কিয়ক অধিদপ্তরের প্রগ্রাম অফিসার (অঃদঃ)তাসলিমা বেগম।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা মহিলা কিয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান ও স্বাগত বক্তব্য রাখেন শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন। এসময প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ হাসানুজ্জামান কল্লোল মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃকবাস্তবায়নাধীন আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ ও কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কার্যক্রমের প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন ও বাংলাদেশ শিশু একাডেমী ঝিনাইদহ পরিদর্শন করেন।পরে তিনি শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেন।এসময় জেলা মহিলা কিয়ক অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষক, শিক্ষার্থী ও সেবা গ্রহিতারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও অতিথিদের ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।