খুলনার রূপসার জাবুসায় ব্রি ধান ৯৯ জাতের ধানের নমুনা শস্য কর্তন করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় রূপসার জাবুসা গ্রামে নমুনা শস্য কর্তনের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপপরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন। রূপসার জাবুসা গ্রামে ব্রি ধান ৯৯ জাতের ধানের নমুনা শস্য কর্তন করা হয়। দুটি পদ্ধতি অনুসরন করে নমুনা শস্য কর্তন করা হহয়।বর্গাকার পদ্ধতিতে শুকনো ফলন ৯.১৬ টন/হে. এবং বৃত্তাকার পদ্ধতিতে শুকনো ফলন ৯.৩৩ টন/হে. ফলন পাওয়া যায়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ফরিদুজ্জামান জানান, এ বছর রূপসা উপজেলায় ৫ হাজার ৭ শ’ ২০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ইতোমধ্যে ১৪৩০ হেক্টর জমির ধান কর্তন হয়েছে যা প্রায় মোট আবাদের ২৫%। বোরো ধান ৮০ ভাগ পাকলেই তা কর্তনের পরামর্শ প্রদান করা হচ্ছে। উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন বলেন, শস্য কর্তনে উচ্চ ফলন পাওয়া গেছে। সুতরাং এ জাতের ধান কৃষকের মাঝে সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হবে। চাষিদের এ জাতের ধান রোপনের পরামর্শ দিয়েছেন তিনি। এসময় খুলনা জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক( পিপি) এস এম মিজান মাহমুদ, কৃষি সম্প্রসারণ অফিসার এসএম ফেরদৌস, উপ-সহকারী কৃষি অফিসার হিমাদ্রী বিশ্বাস,পরিসংখ্যন সহকারী ও কৃষক সুলতানুর রহমান উপস্থিত ছিলেন।