আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষ করেই ভারতে আইপিএলে খেলতে যাওয়ার কথা ছিল টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের। তবে পুরো মৌসুম জুড়ে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের আইপিএল না খেলতে পারা নিয়ে অনেক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছিল। বাংলাদেশের ক্রিকেট বোর্ড আইপিএলের পুরো মৌসুমের জন্য সাকিবকে অনাপত্তিপত্র দেয়নি। এসবের মাঝেই এবার বদলে গেল দৃশ্যপট। এবারের আইপিএলে খেলবেন না টাইগার ক্রিকেটের পোস্টারবয়। আইপিএল না খেলার বিষয়টি নিজেই কলকাতা নাইট রাইডার্সকে চিঠি দিয়ে নিশ্চিত করেছেন তিনি।
ফলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবার কোনো ম্যাচেই দেখা যাবে না তাকে। কলকাতা ম্যানেজমেন্ট থেকেই নাকি তাকে না খেলার প্রস্তাব দেয়া হয়। কারণ হিসেবে বলা হয়েছে, পুরো মৌসুমে সাকিবের সার্ভিস না পাওয়ায় বিকল্প কোনো ক্রিকেটারকে পেতে চায় কলকাতা। যে কিনা পুরো মৌসুম দলের সাথে থাকতে পারবে। অবশ্য সাকিবের সামনে এমন প্রস্তাব রেখে ‘হ্যাঁ কিংবা না’ দুটো অপশন রেখেছিল তারা। কলকাতার সাথে দীর্ঘ সম্পর্কের জেরে সাকিব হ্যাঁ বেছে নিয়েছেন।
এদিকে এই সময়ে তিনি খেলবেন ঢাকা প্রিমিয়ার লিগে, মোহামেডানের জার্সি গায়ে। এ বিষয়টি নিশ্চিত করে মোহামেডান পরিচালক সাব্বিরের বরাতে একটি গণমাধ্যম জানায়, ‘সাকিব আমাদের নিশ্চিত করেছে, আইপিএলে না গেলে ৮ এপ্রিলের পর থেকে মোহামেডানের হয়ে খেলবে। মোহামেডান সুপার লিগে গেলে তখনো তাকে পাব আমরা।’