রাজশাহী মহানগরের উপকণ্ঠ এয়ারপোর্ট থানা এলাকায় প্রকাশ্য দিবালোকে তিনশতাধিক কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত শনিবার পবা উপজেলার এয়ারপোর্ট খানার বায়া ভোলাবাড়ি এলাকায়। এ বিষয়ে ১২ জনকে আসামী করে এয়ারপোর্ট থানায় অভিযোগ হয়েছে।
অভিযোগ থেকে জানা যায়, মৃত কসিম উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিনসহ তার অংশিদারগণ প্রায় ৫০ বছর আগে থেকে পৈত্রিক সূত্রে পাওয়া ভোলাবাড়ি মৌজার খতিয়ান ২৯০১,২২৯৪ ও ২৩৫৪ দাগের ৪৮ শতাংশ জমি ভোগ দখল করে আসছে। বর্তমানে কলা চাষ করে আসছিলো।
গত ১৮ মার্চ সকালে অভিযুক্ত ভোলাবাড়ীর মৃত আব্দুল আজিজের ছেলে আসলাম আলী ,আলফাজ বাবু ও আবু বাক্কার , আনসার আলী, মৃত কাবের মন্ডলের ছেলে জান মোহাম্মদ, জান মোহাম্মাদের ছেলে সোহেল আহম্মেদ ও সাগর, দিল মোহাম্মাদের ছেলে গোলাম রাব্বি, মুনসুর রহমানের ছেলে সোহাগ হোসেন, বায়াপাড়া এলাকার মৃত কাচু সেখের ছেলে এন্তাজ আলী ওরফে গেনা, ভোলাবাড়ির মৃত আনসারের ছেলে কলিমুদ্দিন, বারইপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে রফিকুল ইসলাম রফিক, মৃত সামমুদ্দিনের ছেলে সোহাগ হোসেন জয়, বালিয়াডাঙ্গার সেলিম হোসেনের ছেলে আবু সাঈদ জোরপূর্বক ক্ষেতে প্রবেশ করে তিনশো’টি কলাগাছ কেটে পালিয়ে যায়।
এ বিষয়ে জমির একাংশের মালিক গিয়াস উদ্দিন বলেন, ‘অভিযুক্তরা হঠাৎ করে গত শনিবার আমাদের ভোগদখলকৃত জমিতে প্রবেশ করে তিনশো’টি কলাগাছ কেটে ফেলে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। এর কারণ জানতে চাইলে উল্টো আমাদের মেরে ফেলার হুমকী দেয় তারা। আমরা আইনের আশ্রয় নিয়েছি’।
এ বিষয়ে অভিযুক্ত আসলাম আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের বিষয় আমরা বুঝে নিব।এছাড়াও সাংবাদিকের সাথে খারাপ ভাষায় কথা বলেন এবং হুমকি দেন তিনি।
দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন