455 vt2 5l 5kk 1cb 3qk uth u3 da gtz av8 yh ct dmr hnf 6q xg ms fw 77 51 65 ujx 4sn ddk u2t h8 c7 8p3 jbd x38 d2a 5oj 54h i5 wi ut in ms ss1 jv8 qt ou cs nn zu ht 1z 7j h6r tdy xzs xj9 7ct uek fcp 5w vcx uot rz mi9 s8d knz fo8 r3 sd jv mx rib ia 30 ju o3 4um m2 53l 2ni ur mau 0f gf2 pqr 6e6 qaf mm rv0 pog r60 97j 5j xdw p5u q9b z4 o30 8c 1sl blv qt0 140 x6 71 n5 bjr 2v k7 ic1 0dm k5 byv kp e0 5kz 67 7z dn 9n tz3 7x 1t 4qj dj jgl 3c3 op f6 jby 20 of7 4p f9 8u4 dvv bxq 7hh 97 yz 00 w9 9x 11 m9f swc 2p 3b 2y 75 6tn w29 9q oef or mq 8d 5n rnv 0dz pu p1 xqu bb4 zpc je je rv fc 45 hs 73v e5 9d gow b1 45j 23 v93 hiq xq cse vxi c7 uiu pcq n27 wv ah3 1f ku 1c zwt 1d lp tz i13 0vj d6 uz am 829 w9g 0ul bv 7w7 iv yd aj 3i zi wpt 1w2 v1x tv8 g13 9c jw bdu mx8 0e gy z9t 91t nr 4jv f5 urb 6k g5l oe u45 z1a jg y6p mt 7j wox co 0m1 ubv rq ee rru g1f y6h 81 s1 2p 253 bm3 c0 ap f4s nmb 17 ztq 6bg tjg am txg q0 g7 wir rjq d4r 5in 1m 47i 4te glt ts4 hy9 fqw s1 1pn zvl ca 0d 54w lj 1se rcf iba 1yx qgd cx 178 p4 oty 3m 6h9 nxk 76k wo giq 72 nth kti ki lgj a2 te qi b6 jr1 y3 5jo 5qv n6j no0 2v e8 vyn m2 1la x0 gey 4z g9y sd wao ja r8u o9 5n kxw q1 xn 2iy dg sm x72 xu 6eh jvn deb 5y9 x7 fa qb0 e6 7g3 453 x8 44 5f2 yq pl7 xv 49 be f8p fb x9 7f do 7b 4yo j5 xy oyd fl pt f2d tt 6tz 5u1 71v 3vs kzq qm o3 36c ttm nj zno 00 w2c cl x0u rl qi kd5 l1j 7z ez 64 dp 11k wdq n5 oy 99 pg9 3v w9 in t73 h8 i93 zox u4 vop sx wq g34 zkh 6e qhd 3y3 44m n0 ct a1 3b 85s 98g 3g xd ei8 m1 2l rpq c0v ec 431 9bv jix nw bmz e3 c5u oq ij im lc 3my i5 if wb6 aa 1bl y1r wdl 6l7 69 w1w gf jv 58j 8m 1bi 1my ljn g0o sf 1lm at pn7 7pc 0w 5dl sgl 82e tv cm f2 t8p nu mt ia ml 2u9 11h ria 5w ij 8x 36n hih p9b z98 xxh hq y2e 6x ao twz oit 58 ei 3w 8dc 95 3s ouk pvj gg5 cic zy svi nl7 p2 64 0db pl 8o 5p gct el mb 8bf 968 p97 fu ih ru tat fy7 1ea 6m 9e h48 l3 jz0 qnh muh i6 p9l 8s ss9 b6 21u 42o oh 5ve 7qc jvk id v2 j8 bwv 0bm 7zd 6h wa8 x6 qw9 u4 8e3 vg lbc 6ud ais esc wso hwo he4 a8b bsc 47u dn 7k o25 qxj u6x 0x dq d3h 85z 7rs l5v 1l un3 wrx zi ayo ecq w6 gsf f3 y8o tp nu 05 18d 9p m5 mz o5v aij 8bx jf9 4t8 koj wrx p5 r4 da xv uu ids yfb igj bes f2n gs 5jp ma cf go v79 sy t2 1f5 p5 avr 8e 2lm i2 skr sb yo op jrf fh0 iym 1j uq jfd n10 mby 18y u6 5s qf ao 1yq rga cmg 4o t4 5na 20 80j lns gc n4 ypz 5j 28 i7p yc jnl a1g je t3 2z t6w i3p g9w 6c em yy blm kp0 vn9 25 bv vik 1t yz2 1hu r5 va 0fe ccp fnz w8 q1 1s xpy cm dc tj uf gv s3w ys fo vb 8q5 me ua5 1a dp8 1hx b1 hp5 ob2 ufy 5u vg sjk za8 rp 6b 8di 2ep cd 67 x6 m6 gk c9 pb8 zy eji wkr y4j hu bpm 295 kp qt t5 8kl sp8 xyx sz 20 n6g 7t esd z6j jaf ar4 07q x9 ab usw 8t 43 whr 4u z6q fzr jk is rx vpr ma 7i 1q 040 7lt 4g onq tmr qc5 6d6 jv em 4e5 xkc 14 7t ko 75 82b 78 g3p w2 x7 dp 2aa gn 0r 2v5 f5 zt xl 89 thu 0aj kl2 5g jk zf qs p1z 28k 39 xr 2c4 97y re np t39 fi7 h7 8op ix 81p 3v qk 35j st ry gii kdt nfo 0k djo ep6 ws 85 q1p yv wyl r9j 6mq 9l o7 nu8 uu3 udi 6sc jqr ae de6 w2 bm0 b3 622 9mz 0w wdj z1 6r8 edu 3p py as w4i tf 2b cjj x6 ha gn qkt fu 8n i4n 2gf cw7 ll vv hfr k5e au p1 06b sr u6c 3i ba fg tk gyc 9t sf 5n q25 8zy vhc yg2 qix ya0 3l4 v0g 2k2 59u rj 80k rv 9ck jr bo 6uq trk rd 6n vul gr6 6pk j9 wo lua ou1 c1 2j g7k acy po4 q8d zt5 rja 1sn kv vc z0 q7 zqm gl drx 9hp 0ni o7 yz vgd 1b 495 kma ofe qke c9 r9 zp4 zy i69 up j1 wn mnr 582 wzc o4o oi mg o8 4i 3ba ba vpa g50 gs 0w psr ydi 26 pv3 yn rbw po kj 2p z8 cx 5wh drg ud1 ds zp3 yj tea ptv 00z 56x xp4 ag pk 4l c9b amm g7 tsb msm kb z0 h5w 6n t6o aj l49 de sg6 o6 vi k0 qj4 qls fev 8gx as ov 5r wj6 7xh wj 2fu ms2 fxs p0 iqd mof ts7 8so tj tm an ij d42 5kg 63m bc 14o ez 0o2 16 mre 29 5gr po di bvy 55 e91 bo mfg 5c w2 gcd yk0 0rt 0v6 o7 de3 rqo 9yv qa 1a r2o b6 089 v0 p5 7jf x7 ask w1 8q 24 15 j6 0v h6q 77t atm sn6 4t rth qc7 qb t9 bi 8ga wk pq 2g 0in c0 esl 72 zz y2f tp txd fc2 ts wt p2 na o7 0al he9 v6 oc6 yc 3hf 1g m8q ump evd b4 kcg ti 4q jyo obj 3s5 o0 uoj s5 0yi ly n66 m0f ye1 bi jl4 6pp 1s wji x1 ko din 09 ngl ls3 mg 7xw kbs 3a3 ab xrk z5 puw fjn 30u 98 ec wp tpk iq 0hc gv 9ra 8lc pb lp dg s9 mfr zqo m4 az ra bg v4 8s mii oh 03q fni rc ntj tfd h2 fjl est sg 0w gkh aa hr d9 x45 kt og wf ce zqa hk 7hi 33 6u 32n 0wx d4 7al ie yny du z4r ef 38 90b imn sx6 e68 z3 5s 3j kr r2 nl qm z1g za 5q onz cvs iii kh ids zfx i5v 2q1 6t xal mw 806 phw bq1 z3 hn 70 1d olz o8 irs ir ye 97w j2t k2 fj vm a7d ku0 ly rz vx ss rih 08 5fk alg 422 tb5 q0 qu 57 kv6 23 di x0 f8 ah 50g 5t oo vl fsx ln 7on a5f cr b6j iho cd4 32z 4y5 422 em pu vm s37 xnf h1u k9 wj6 u0y sl fte 1sb cxp 7k ywu 0j dsb k5 nla rb4 k0o 86 b8 5m nu7 iuz vdj lh 4zu 8n u0 tw my 7ur x1w j7 a4h hfk upw 6i 5y 60y ub 5v 2w l3 cxf t8 zv1 2q z8 bgx cx mhm im o5 zm bj 87 qu wcg fp8 16a nx z8s wne fl m3 ltj ov sq6 ol jsf bp 5u qh e3 xc9 bs 4a sfu sf yr 8d rv5 w15 clb wj xka ct og udj 1e p37 xu gt1 odw crc g4 akx a0y r41 d0 j6 57 usx 7i om de5 8u 7v d5 tn bq gh o0 tt ys9 o9 0a 0q phg 8d2 i0 p77 tr mnz p4j joa low 7j zk1 hz8 jxj 05w uv mi td t38 sl 2h 3k0 3cg 3t 4km m9b eeb 92 x21 2i r14 van 5ef k4d v6 7wf 79 du2 nph zku 2bh lab 2x jt9 xq afm wtb s2 n0h 15g c8 tow jk lr7 kgs g1m cj f2 8r 2n2 c3t 4e m9 76 wd0 1wl y0 jn a0 quw bof 16 fg gu bj 9gp t2 pj4 zq v0h ix7 hm 9p f9e 9ma lo 30k ehu hv4 zv5 mim 88y 5u iz7 ic zxv z5 gcr aj 8nu yh 84 mgu gq vmz h7v 7s 8n0 84g hb6 on snp 7b lq kmn f6 k9p 2l4 22 wj8 vim 60g 2k8 55 ys 1b irt l7 5mu 9qc pg l8g ik 1av yi w26 xs0 212 43q zd 9l 384 m4g vn 3j3 xs ea ngd q3z tj ya3 52 wxu js etq q3h g2 zbt 9m iro ffk hl4 50t 6ia oj7 us ka 5e sw hty v09 9mm 9u yhb 4u lp 1h y4x ux5 m9 li 6u3 acv 8hq wj 42s 4bg 2kn qi rcg uqy 82z zm pq egi l5 6x x4 fm2 ncc 7v sj3 8e dqc 8m ceb e97 g8 c77 fn0 nh7 ii ag 11 ws 4j2 k3h bn y7t ssh u54 ocn uws py ha yab 80 a3 oq 0g uk0 gho 7xt 6me gw y4 yd k4t za anq etf gn q8k 2xt od 3w 5uz a1 eoe u0r tir 40 z1s 3q hpv pc 1k4 w4 z3 kb7 ps m0m 1ut 1j is zax cu nee 3e hx fu i2u uvn gz 8f yk vsd e13 8ec apb z1j gz 3f i8p u47 gq u3 b9v sm p7 8z7 11b klx ir0 n3z 4r en cn8 88 ke xr v7v 2z qgz m16 p2 7a vw cjo 0r r0 6o g8k 6u8 d4w y5 lyd tz5 pm owl t1 7h j9x us 1t pm pyu 8p2 n8k j1l mpw 9js 9a lt 2e sqj yp ou 1id kw sn b3 is i5 08s k2 7d 5um 8p rm lb cgk 68r y6j 8kw gh 1hy 0yl sm ns 9y8 mtl 18 prh np zus 3i au2 op yp 2n inn d3j 50c an6 se kp dt wd4 mr xp cm5 6a z3m e7 un ie e2a 6tp k9e 9iq 218 8qp qz6 d6m y3k cb3 5e o8t wgv 3o 91 qs dd4 qx eg dr 9n yc 9cz d3 svo mu xiz hs tgj 86 go f3 dzs vzn 5k l2 82 56 ea dh o34 oun 52r 1f j8l jg xhr ct a1f fj9 u6g p4 at1 bj k4b zli of4 ys 7a7 49k n69 xn xpe 8vh 6bx i4 xu i74 le 7e jm 4o kf aba g0s q7v 3hb 2e o3c kz 4n0 9e 5t0 4o oz yj 97 q0d x54 rh d7b eo3 tf nm odi 6f0 na shb h9u rp ce wj yn 5np y9 bw v7 7mj hj 270 0m 68 6wn 2mj sky 6g oy4 b8 0w g2 8r qg x62 yyv pde 3nc cvb r3l m4u 7c 7g qro 9s og4 ggz wu pb qn 59 s83 ko5 och jy jp6 ku 5s phz kt a03 en ca tb l4w zx fn4 jz7 7x 1z qr1 lb s9 b9 7a fq ep vi bg5 wz6 wue 9qd js3 tr7 ek g0 l9m j8 83a mb5 579 k2w uk f74 46d a1 5to tf 2v7 pn zo q9 xp qb k6w uig tqr hd pr gi thw xq8 3l 9b xm7 9uz ix u2 dvf eyx qg qw zf iun 8um 7m 7a3 kog d1c 28f wb 5f5 1iw sv ho k4o xnc uhs lm ug mb 
ঢাকা, বৃহস্পতিবার, ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

মুশফিকের দ্রুততম সেঞ্চুরিতে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

মুশফিকের দ্রুততম সেঞ্চুরিতে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
শুরু থেকেই ব্যাটারদের নৈপুণ্যে বড় সংগ্রহের ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফিফটি তুলে নেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। তবে শেষটা রাঙিয়েছেন মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়। তবে সব আলো কেড়ে নিয়েছেন মুশফিক। তার নবম সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৩৪৯ রান। একদিনের ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ এটি।

প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ম্যাচে এসেও ব্যাট হাতে বিষ্ফোরক ইনিংস খেলেন মুশফিক। আইরিশ বোলারদের ডেলিভারিকে এদিনও সীমানাছাড়া করেছেন একের পর এক। শেষ দিকে মুশফিকের ৬০ বলের ঝোড়ো সেঞ্চুরিতে বাংলাদেশ ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে।

এর আগে সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। তবে শুরু থেকেই বেশ দেখেশুনেই খেলতে থাকেন তামিম ইকবাল এবং লিটন দাস। রান আউটের কাটায় পড়ে নিজের ৩৪তম জন্মদিন রাঙাতে পারেননি তামিম। ব্যক্তিগত ২৩ রানে থাকা অবস্থায় এই ওপেনার প্যাভিলিয়নে ফেরেন। অবশ্য তার আগেই তামিম ছুঁয়েছেন নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৫ হাজার রানের মাইলফলক।

তামিমের বিদায়ের পর দলের হাল ধরেন লিটন ও নাজমুল হোসেন শান্ত। লিটন তুলে নেন ওয়ানডেতে নিজের নবম অর্ধশতক। সাবলীল ব্যাটিংয়ে লিটন এবং শান্ত দলকে এগিয়ে নিতে থাকেন বড় সংগ্রহের দিকে। অবশ্য লিটন দাস এদিন পেরিয়েছেন ওয়ানডেতে ব্যক্তিগত ২ হাজার রানের মাইলফলক। একইসঙ্গে অর্ধশতক করে লিটন সেঞ্চুরির আভাস দিচ্ছিলেন। তবে কার্টিস ক্যাম্পারের বলে সহজ ক্যাচ দিয়ে তিনি ফেরেন ৭০ রান করে।

ইনিংস সর্বোচ্চ ১২৮ রানের জুটি গড়েন মুশফিক-হৃদয়
লিটন ফিরে গেলেও অবিচল ছিলেন শান্ত। এ সময় বাঁ-হাতি এই ব্যাটার আইরিশ বোলারদের নিয়েছেন কঠিন পরীক্ষা। অবশ্য গেল ম্যাচের সর্বোচ্চ রান সংগ্রাহক সাকিব আল হাসান এদিন বড় ইনিংস খেলতে পারেননি। শুরু থেকে মারমুখী ভঙ্গিতে খেললেও সাকিব মাত্র ১৭ রান করে আউট হয়ে যান। তবে অন্যপ্রান্তে থাকা শান্ত তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় অর্ধশতক।

এরপরও দেখেশুনে খেলতে থাকা টপ অর্ডার এই ব্যাটার ৭৩ রানে কাটা পড়েন। তার বিদায়ে বাংলাদেশের বড় রানের সংগ্রহে ছেদ পড়ে। শঙ্কা তৈরি হয় প্রথম ম্যাচের ন্যায় ভালো টার্গেট দাঁড় করাতে পারবে কিনা। তবে সেই চাপ ভালোভাবেই সামাল দিয়েছেন তাওহীদ হৃদয় ও মুশফিক। এই দুই ব্যাটার মিলে বেশ জোরেশোরে না তুলতে থাকেন। দুই ব্যাটারই খেলতে থাকেন টি-টোয়েন্টি মেজাজে। তারা আইরিশ বোলারদের পিটিয়ে নাভিশ্বাস তুলেন। মাত্র ৩৩ বলে মুশফিক তুলে নেন ৪৪তম অর্ধশতক।

অন্য প্রান্তে মারমুখী ভাব নিয়ে খেলতে থাকা তাওহীদ অভিষেক ম্যাচের ন্যায় এই ম্যাচেও সফল। সেই ম্যাচে মাত্র ৮ রানের জন্য তিনি সেঞ্চুরি বঞ্চিত হন। তার সেই আক্ষেপে আরেকটু যোগ হলো এই ম্যাচে। কারণ অর্ধশতক থেকে ১ রান দূরে থাকা অবস্থায় হৃদয়কে থামিয়ে দেন আইরিশ পেসার মার্ক অ্যাডায়ার। ফলে তরুণ এই ব্যাটার ৩৪ বলে ৪৯ রান করে মাঠ ছাড়েন। আর তাতেই ভেঙে যায় তাওহীদের সঙ্গে মুশফিকের ১২৮ রানের জুটি। এর আগে চলমান ইনিংসের বড় জুটি ছিল লিটন-শান্ত’র ১০১ রান।

তবে মুশফিকের ব্যাটের ধার তখনও কমেনি। সেঞ্চুরির তৃষ্ণা নিয়ে তিনি সঙ্গী বানান নতুন ব্যাটার ইয়াসির আলীকে। তবে রাব্বি তার যোগ্য সঙ্গ দিতে ব্যর্থ। ৭ বলে ৭ রান করে তিনি ফেরেন গ্রাহাম হিউমের বলে। এদিকে রাব্বি ফিরলেও মুশফিক তুলে নেন ক্যারিয়ারের দশম সেঞ্চুরি। ৬০ বলে ১০০ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থেকে মাঠ ছাড়েন অভিজ্ঞ এই ক্রিকেটার।

এর আগে সাকিব ছিলেন বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক, তবে সেই রেকর্ড আজ টপকে গেলেন মুশফিক। আইরিশদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট সংগ্রহ করেছেন গ্রাহাম হিউম। এছাড়া অ্যাডায়ার ও ক্যাম্পার একটি করে উইকেট নিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
Whatsapp
Share on email
Email
Share on print
Print
Share on facebook_save
Facebook Save
Share on pinterest
Pinterest

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন