সদ্য শেষ হওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টে পিঠের চোটে ব্যাট করতে নামেননি শ্রেয়াস আয়ার। এই চোটে আসন্ন ওয়ানডে সিরিজ তো বটেই, আইপিএলেও তিনি অনিশ্চিত হয়ে পড়েছেন। সোমবার ম্যাচের পর এমনটাই জানিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টিম ইন্ডিয়ার অধিনায়কের মতে, শ্রেয়াসের চোটের অবস্থা মোটেও ভাল নয়। কবে তিনি ক্রিকেটে ফিরবেন, তাও নিশ্চিত করে বলেননি রোহিত।
আইপিএলের এবারের আসরে কলকাতার অধিনায়ক কি খেলতে পারবেন? এমন প্রশ্নের উত্তরে রোহিত জানান, ‘জানি না ফিরে আসতে কত দিন সময় লাগবে ওর। চোট পাওয়ার পর ওকে দেখে ভালো লাগছিল না। আশা করি ও দ্রুতই সুস্থ হয়ে মাঠে ফিরবে।’
এদিকে শ্রেয়াস আয়ারের ইনজুরি চিন্তার ভাঁজ ফেলেছে কেকেআর শিবিরে। দলে তার অনুপস্থিতির শঙ্কা জন্ম দিয়েছে নানা প্রশ্নের। শ্রেয়াসের জায়গায় দলের নেতৃত্ব দিবেন কে? এমন প্রশ্নই এখন বেশি ঘুরপাক খাচ্ছে কলকাতার ভক্ত-সমর্থকদের মনে।
চলতি মাসের ৩১ তারিখ পর্দা উঠছে এবারের আইপিএলের। শ্রেয়াস আয়ারের ইনজুরি থাকায় এবারের আসরে কলকাতার অধিনায়ক হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন সাকিব আল হাসান। সঙ্গে আছেন কিউই পেসার টিম সাউদি ও ভারতীয় তারকা ব্যাটার নিতিশ রানার নাম। তবে কলকাতার ড্রেসিংরুমের আবহাওয়াটা একটু বেশিই জানা সাকিবের। এর সঙ্গে রয়েছে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়কত্বের বিস্তর অভিজ্ঞতা। এই দুইয়ের মিশেলে তাই অধিনায়ক হওয়ার দ্বৈরথে শেষ পর্যন্ত কপাল খুলতে পারে টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের।
উল্লেখ্য, এপ্রিলের ৪ তারিখ শেষ হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজের লড়াই। আর আইপিএলে কলকাতার প্রথম ম্যাচ পহেলা এপ্রিল। তবে এখন পর্যন্ত সাকিব আইপিএলে খেলতে যাওয়ার ছাড়পত্র পাননি। ধারণা করা হচ্ছে, সাকিবকে যদি বিসিবির পক্ষ থেকে ছাড়পত্র দেওয়া হয়, তবে আইপিএলের এবারের আসরে কেকেআরের অধিনায়কের আর্মব্যান্ড পড়ে মাঠে দেখা যেতে পারে সাকিবকে। অপেক্ষা এখন শুধু সময়ের!