ঢাকা, শুক্রবার, ৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

শ্রীপুরে যক্ষা ও এইচআইভি কার্যক্রম বিষয়ে ওরিয়েন্টেশন

মাগুরার খামারপাড়া ব্রাক এরিয়া কার্যালয়ে সোমবার দুপুরে টিবি, এইচআইভি ও কোভিড-১৯ কার্যক্রমের উপর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ব্রাকের জেলা সমন্বয়ক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার।
ওরিয়েন্টেশনে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান লিটন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যক্ষা কর্মসূচির এরিয়া সুপারভাইজার এএম মিজানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, ব্রাকের আঞ্চলিক ব্যবস্থাপক জয়নাল আবেদীন প্রমুখ।
ওরিয়েন্টেশনে বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, মসজিদের ইমাম, পুরোহিতসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তাগণ এসকল রোগ সম্পর্কে আলোচনা ও পরিত্রাণের বিষয়ে পরামর্শ দেন।

সংবাদটি শেয়ার করুন
Share on Facebook
Facebook
Tweet about this on Twitter
Twitter
Email this to someone
email
Print this page
Print
Pin on Pinterest
Pinterest

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন