শুক্রবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত, এএফসি অনূর্ধ-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। ঘরের মাঠে প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে ৪-০ গোলে জয় পেয়েছে বাঘিনীরা।
এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা রোমাঞ্চকর হয়ে ওঠে। ম্যাচে একাধিক সুযোগ তৈরি করেও প্রথমার্ধে অতিরিক্ত সময় পর্যন্ত গোলের জন্য অপেক্ষা করতে হয় বাংলাদেশের মেয়েদের। ফলে আকলিমা খাতুনের গোলে ১-০ লিড নিয়ে বিরতিতে যায় টাইগ্রেসরা।
বিরতির পর দ্বিতীয়ার্ধে আক্রমণ ধরে রেখে স্বাগতিকরা আরও তিন গোলের দেখা পায়। ৭১ মিনিটে ইতি খাতুনের ক্রসে আকলিমা ব্যবধান দ্বিগুণ করে। সাথে নিজের দ্বিতীয় গোলের দেখাও পান তিনি। ৮০ মিনিটে ইতি রানির ক্রসে হেড করে গোল করে স্বপ্না রানী। এতেই ম্যাচ থেকে ছিটকে যায় তুর্কমেনিস্তান।
দুই মিনিট পর আবারও স্বপ্না রানীর বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শট এক রক্ষনের পা ছুঁয়ে বল জালে জড়ালে টাইগ্রেসদের স্কোর ৪-০ হয়ে যায়। ম্যাচের বাকি সময়ে আর গোলের দেখা না পেলে ৪-০ নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এদিকে টানা দুই ম্যাচ হেরে তুর্কমেনিস্তানের বিদায় নিশ্চিত। আর আগামী রবিবার গ্রুপের শেষ ম্যাচে ইরানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। সেই ম্যাচে নির্ধারণ হবে কোন দল চূড়ান্ত পর্বে খেলতে পারবে।