রাজশাহীতে পবিত্র লাইলাতুল বরাত (শবে বরাত) উপলক্ষে সতর্কতা প্রজ্ঞাপন জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। প্রজ্ঞাপনে আতশবাজি ও পটকা ফুটানোসহ বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
সোমবার (৬ মার্চ) দুপুরে আরএমপি কমিশনার আনিসুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা জারির বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭ মার্চ দিনগত রাতে পবিত্র লাইলাতুল বরাত ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদ্যাপন নিশ্চিত করতে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে আরএমপি। শবে বরাতের রাতে অস্ত্রশস্ত্র বহন, আতশবাজি, পটকা ফুটানো, বিষ্ফোরকদ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ৭ মার্চ সন্ধ্যা থেকে সারারাত অনুমোদিত বারসমূহ বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ আইনে অর্পিত ক্ষমতাবলে আরএমপি কমিশনার আনিসুর রহমান এই নিষেধাজ্ঞা আরোপ করেছেন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।