খুলনা সিটি কর্পোরেশন এলাকায় ইপিআই কার্যক্রমের অগ্রগতি ও শক্তিশালীকরণ বিষয়ক মতবিনিময় সভা গতকাল দুপুরে কেসিসি’র শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউনিসেফের সহযোগিতায় ও সিটি কর্পোরেশনের জনস্বাস্থ্য বিভাগ উক্ত সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, সকল শিশুর টিকা পাওয়ার অধিকার রয়েছে। দেশের ভবিষ্যৎ প্রজন্ম শিশুদের সকল প্রাপ্যতা নিশ্চিত করা প্রয়োজন। শিশুদের কল্যাণ এবং তাদের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় উপযোগী করে গড়ে তুলতে সরকার নিরলস পদক্ষেপ গ্রহণ করে চলেছে। তিনি আরোও বলেন, একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে শিশুমৃত্যু ও মাতৃমৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব হয়েছে। খুলনা কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলামের সভাপতিত্বে উক্ষ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন প্যানেল মেয়র মোঃ আমিনুল ইসলাম মুন্না, মোঃ আলী আকবর টিপু, অ্যাডভোকেট মেমরী সুফিরা রহমান শুনু, কেসিসি’র সচিব মোঃ আজমুল হক ও খুলনা ইউনিসেফের চীফ মোঃ কাওসার হোসাইন। উক্ত সভায় ইপিআই কার্যক্রমের ওপর ধারণাপত্র উপস্থাপন করেন খুলনা কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ স্বপন কুমার হালদার। সভায় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরবৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন।