চাঁপাইনবাবগঞ্জে বেলুন উড়িয়ে ও বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। দেশের অর্থনীতিতে বিমার অবদান বাড়ানো এবং বিমা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার জন্য প্রতি বছরের মতো এবছরও জাতীয় বিমা দিবসটি পালন করেছে চাঁপাইনবাবগঞ্জের সকল বিমা কোম্পানিগুলো। বুধবার ‘আমার জীবন আমার সম্পদ, বিমা থাকলে নিরাপদ’ এ প্রতিপাদ্যে বিমা দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন। এবং পরে শহরের বিভিন্ন রাস্তায় বর্ণাঢ্য র্যালী করেছেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর,জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেইড লাইফ ইনসুরেন্সের চাঁপাইনবাবগঞ্জ ইনচার্জ,মিলন আলী, আলফা লাইফ ইসলামি ইনসুরেন্সে লিমিটেডের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ইনচার্জ আবু হানজালা, ন্যাশন্যাল লাইফ ইনসুরেন্সের কোম্পানি জেনারেল ম্যানেজার ওসমানী গনি,ফারইষ্ট ইসলামি লাইফ ইনসুরেন্সের কোম্পানি ইনচার্জ ইসমাইল হোসেন, পপুলার লাইফ ইনসুরেন্সের কোম্পানি জেনারেল ম্যানেজার আরোঙ্গ জেবসহ অনেক ইনসুরেন্সের কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।