খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার মান বজায় রাখতে বর্তমান সরকার শিক্ষার জন্য নতুন কারিকুলাম প্রণয়ন করেছেন। এই কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা দিতে হবে যাতে তারা আগামী দিনে স্মার্ট বাংলাদেশ কর্মসূচির কারিগর হতে পারে। তিনি বলেন, ইতোমধ্যে আমরা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়ন করেছি। জাতিকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে এবং সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ কর্মসূচি অব্যাহত রয়েছে। সিটি মেয়র গতকাল দুপুরে নগরীর বয়রাস্থ হাজী ফয়েজ উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয় আয়োজিত নবিণবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা এ সমস্ত কথা বলেন। প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরোও বলেন শিক্ষার্থীদের শারীরিক শক্তি বৃদ্ধি এবং মানসিক বিকাশ সাধনের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চর্চায় উৎসাহিত করতে হবে। সিটি মেয়র স্কুলটির সরকারিকরণ এর প্রচেষ্টায় সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উক্ত স্কুলের প্রধান শিক্ষক অনুপ কুমার বৈরাগী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপ-পরিচালক খন্দকার রুহুল আমিন, হাজী ফয়েজ উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ উল্লাহ এবং বয়রা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইফতেখার চালু। অন্যান্যের মধ্যে শিক্ষার্থী উত্তরা মিত্র, আসমা হুমাইরা রাইসা, ফাহমিদা অন্তরা প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন। অনুষ্ঠানে স্কুল পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক, শিক্ষিকা, অবিভাবক, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি’র বক্তৃতা শেষে খুলনা সিটি মেয়র উপহার হিসেবে কৃতী ছাত্রীদের হাতে ক্রেস্ট ও নবাগত ছাত্রীদের হাতে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।