নড়াইলে সার সিন্ডিকেটের হোতা অলোক কুন্ডুর ট্রাক ভর্তি ৪৪০ বস্তা টিএসপি সারসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে বারটার দিকে শহরের মুচিপোল এলাকা থেকে সার ভর্তি ট্রাকটি আটক করা হয়। নড়াইলের বির্তকিত সার ব্যাবসায়ী অলোক কুন্ডু ওই সার নিজের দাবি করলেও তাৎক্ষনিকভাবে তার পক্ষে কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সারসহ ট্রাকটি জব্দ করা হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গণমাধ্যম কর্মিরা জানতে পারে ট্রাকে রাতের আধারে সার পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যার পর যশোর-ট- ১১-৪১৫৮ ট্রাকটি মুচিপোলে পৌঁছালে গণমাধ্যম কর্মিরা ট্রাকটি থামালে চালক মিজানুর রহমান জানান অলোক কুন্ডু সার বোঝাই ট্রাকটি তার অফিসের সামনে রাখতে বলেছে। পরোক্ষনে বলেন, একটি তেলের পাম্পে নিয়ে যেতে বলেছে। বিষয়টি সন্দেহ হলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমানকে জানালে পুলিশ পাঠান। এ সময় সারের মালিক দাবি করা সার সিন্ডিকেট হোতা অলোক কুন্ডু এসে নিজের সার দাবি করে বলেন, সার মাইজপাজা ও কালিয়া যাবে। পুলিশ সংশ্লিষ্ট কাগজ-পত্র দেখতে চাইলে প্রায় দুই ঘন্টা পর কিছু মেম নিয়ে আসলে পুলিশের সন্দেহ হলে সহকারী কমিশনার (ভূমি) সদর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহম্মেদ এর উপস্থিতিতে ট্রাকসহ সারগুলো জব্দ করা হয়। জেলার সার সিন্ডিকেটের প্রধান অলোক কুন্ডুর নামে বে নামে সার ডিলার নিয়োগ দেখিয়ে বিভিন্ন সময়ে সার তুলে অন্য জেলায় কালো বাজারে বিক্রী করে থাকেন বলে অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সার ব্যাবসায়ী আলক কুন্ডু। সহকারী কমিশনার (ভূমি) সদর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহম্মেদ বলেন, শুনেছি বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক স্যার। তবে তদন্ত কমিটিতে কে কে আছেন সে সব কিছুই জানতে পারিনি। সারসহ ট্রাকটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সুপার মোছাঃ সাদিরা খাতুন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনিয় ব্যাবস্থা গ্রহন করা হবে।