খুলনায় ৬ মাসের অপহৃত শিশু আরিয়ানকে উদ্ধার এবং অপহরণকারী সাহেব আলী (৫৫) ও মনজিলাকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব-৬। গত শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে পিরোজপুরের নাজিরপুর থেকে শিশুটিকে উদ্ধার ও ঐ দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী। র্যাব-৬ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) তারিক আনাম বান্না জানান, গত বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ছয় মাস বয়সের শিশু আরিয়ানকে নিয়ে তার মা সুরাইয়া বেগম খুলনা মহানগরীর নিজ বাসা থেকে ওষুধ কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তারা নগরীর কবির বটতলা নামক স্থানে পৌঁছালে মনজিলা ও সাহেব আলী ভালো ডাক্তার দেখানোর কথা বলে শিশু আরিয়ান ও তার মাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ঐ দিন বিকালে শিশুটিকে আটকে রেখে তার মা সুরাইয়া বেগমকে বাসে করে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনালে পাঠিয়ে দেয়। এ ঘটনার পর শিশু আরিয়ানের বাবা তার স্ত্রীর কাছ থেকে ঘটনা শুনে দৌলতপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। উক্ত ঘটনা জানতে পেরে র্যাব-৬ এর একটি আভিযানিক দল অপহৃত ছয় মাসের শিশু আরিয়ানকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গত শনিবার রাতে র্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, অপহরণকারীরা অপহৃত শিশুসহ পিরোজপুর জেলার নাজিরপুর থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি ঐ রাতে পিরোজপুর জেলার নাজিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিশু আরিয়ানকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী মনজিলা ও তার স্বামী মো. সাহেব আলীকে গ্রেপ্তার করা হয়। গত রোববার (২৬ ফেব্রুয়ারি) উদ্ধারকৃত শিশু ও গ্রেপ্তারকৃত আসামিদের নগরীর দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।