বাংলাদেশ ক্রিকেটে গতকাল ছিল অন্যরকম একদিন। বোর্ড সভাপতির এক সাক্ষাৎকারের পর আলোচনা-সমালোচনা যেন থামছেই না। টাইগার ক্রিকেটে সাকিব-তামিমের বৈরি সম্পর্ক যেন বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়েছে। ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
বাংলাদেশ ক্রিকেটের ড্রেসিংরুম স্বাস্থ্যকর নয়, দুই সিনিয়র ক্রিকেটারের বৈরী সম্পর্কসহ সব কিছু নিয়েই আজ বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন তামিম।
সাকিবের সঙ্গে দ্বন্দ্ব ইস্যুতে দলের ড্রেসিংরুমে অবস্থা কেমন, এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘ড্রেসিরুমের পরিবেশ অনেক নরমাল। দেখুন লাস্ট ৫-৬ সিরিজ থেকে আমরা বেশিরভাগই জিতেছি। যখন একটি দলের ড্রেসিংরুমের অবস্থা ভালো থাকে তখনই এগুলো এচিভমেন্ট করা সম্ভব।’
ইংল্যান্ড সিরিজের উইকেট নিয়ে অনেক আলোচনা। কেননা সামনে ওয়ানডে বিশ্বকাপ। ট্রু উইকেটে বাংলাদেশের খেলা প্রসঙ্গে তামিম বলেন, ‘দেখুন যখনই স্পেশাল কোনো সিরিজ থাকে, তখন হোম দল চাইবে জিততে। ট্রু উইকেটের ব্যাপারে আমরা টিম ম্যানেজমেন্ট আলোচনা করেছি, কেমন উইকেটে খেলবো আমরা।’
এ প্রসঙ্গে তামিম আরো বলেন, ‘আমাদের ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডেই মিরপুরে ছিল। আমরা কিন্তু পরিবর্তন করে একটা চট্টগ্রাম নিয়েছি। সেখানে উইকেট কেমন হয় সবারই জানা। যখন আমরা বিশ্বকাপ খেলতে যাবো তখন আমরা ট্রু উইকেট পাবো। মোস্টলি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হবে। আমরা এখন যে কাজ করছি সেগুলোর ফলাফল ইনশাআল্লাহ সামনে পাবো।’