বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, নির্বাচনে আসেন। পদযাত্রা একদিন, দু’দিন, তিনদিন না-১০ বছর পদযাত্রা করেও ক্ষমতায় আসতে পারবেন না। আপনারা বলেছিলেন, রাতের বেলা ভোটের কথা। বিএনপির ভাইয়েরা বলেছেন, রাতে ভোট হয়ে গেছে। পরিষ্কারভাবে বলতে চাই, এইবার একদম ঝকঝকেভাবে দিনের বেলা ভোট দেওয়া হবে। নির্বাচন হবে, নির্বাচনের ফলাফলও হবে। তারপরও যদি জিততে পারেন, আমি রাজনীতি ছেড়ে দিব।
শনিবার বিকালে রাজশাহীর কাটাখালী এলাকায় জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এমন কথা বলেন।
কাটাখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সামার সভাপতিত্বে শান্তি সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল সরকার, সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা, এমপি আয়েন উদ্দিন।
সমাবেশে আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপি পদযাত্রা, সমাবেশ ইত্যাদি কর্মসূচির মাধ্যমে দেশকে অশান্ত করছে। তারা এভাবে দেশকে অশান্ত করবে এটি হতে দেওয়া যাবে না। বিএনপি মনে করছে, তারা দিনের পর দিন পদযাত্রা করে যাবে, পদযাত্রা করতে করতে তাদের পায়ের জুতা ক্ষয়ে যাবে, মানুষ দয়া করে তাদের ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে। বিএনপির সেই অবস্থা নেই। বিএনপিকে মানুষ আর চায় না। ১০ বছর পদযাত্রা করেও বিএনপি ক্ষমতায় আসতে পারবে না।
এতিমের অর্থ আত্মসাতের মামলায় সাজাপ্রাপ্ত আসামি খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কিনা সেটি নিয়ে টকশো’তে নানা আলোচনা হচ্ছে। রাজনীতি করতে হলে শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নিতে হবে। কীভাবে জনগণের কল্যাণে রাজনীতি করতে হয়, সেটি শিখতে হবে।