অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে দিল্লি টেস্টে এক অনন্য মাইলফলকে পা রাখল টিম ইন্ডিয়া। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১৭২তম ম্যাচ জেতার দিন অস্ট্রেলিয়ার বিপক্ষে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ জেতার অনন্য এই কীর্তি গড়লেন কোহলি-রোহিতরা।
দিল্লি টেস্ট জয়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত ৩২তম টেস্ট জয়ের স্বাদ পেল। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারত এর থেকে বেশি ম্যাচ আর কোনও দলের বিপক্ষে জিতেনি। ১৯৪৭ সালে প্রথমবার টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত ১০৪টি টেস্টে মাঠে নেমেছে এই দুই দল। ভারতের ৩২ জয়ের বিপরীতে অস্ট্রেলিয়া জিতেছে ৪৩টি ম্যাচে। আর ড্র হয় ২৮টি টেস্ট। একটি টেস্ট টাই হয়েছে।
তাছাড়াও ঘরের মাঠে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারিয়েছে ২২টি টেস্ট ম্যাচে। অজিদের মাটিতে জিতেছে ৯টি ম্যাচ। অন্যদিকে অস্ট্রেলিয়া ঘরের মাঠে ভারতের বিপক্ষে জিতেছে ৩০টি ম্যাচ। আর ভারতের মাটিতে জিতেছে ১৩টি ম্যাচ।
এদিকে দিল্লি টেস্ট জয়ের দিনে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ২৫,০০০ রান পূর্ণ করেন বিরাট কোহলি। ক্রিকেট ইতিহাসের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে তিন সংস্করণ মিলিয়ে এই মাইলফলকে পা রাখলেন কোহলি। বিরাটের আগে আর কোনও ক্রিকেটার এর চেয়ে কম ইনিংসে এই অনন্য উচ্চতায় পা রাখতে পারেননি। তাছাড়াও শচিন টেন্ডুলকার, রিকি পন্টিংকে ছাপিয়ে সবচেয়ে দ্রুত এই মাইলস্টোন পার করলেন ভারতের সাবেক অধিনায়ক।
পরিসংখ্যান অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণে ২৫,০০০ রান পূর্ণ করতে শচিনের লেগেছিল ৫৭৭ ইনিংস। বিপরীতে ২৮ ইনিংস কম খেলে ৫৪৯ ইনিংসেই সেই নজির গড়লেন বিরাট।