ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অফিসিয়াল ওয়েবসাইটে গতকাল (বুধবার) হঠাৎই টেস্ট র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে শীর্ষে উঠে আসে ভারত। যদিও টিম ইন্ডিয়ার সেই খুশি খুব বেশি সময় স্থায়ী হয়নি। দুই ঘন্টা পর সেই ভুল সংশোধন হলে আবারও র্যাঙ্কিংয়ে সবার উপরে উঠে আসে অজিরা।
তবে চাঞ্চল্যকর এই ঘটনার পর নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেটের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা পরবর্তীতে জানায়, প্রযুক্তিগত ত্রুটির কারণে ভারতকে ভুলভাবে কিছু সময়ের জন্য আইসিসির ওয়েবসাইটে টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর দল হিসেবে দেখা যায়।
এরপর আইসিসির সংশোধন করা র্যাঙ্কিংয়ে দেখা যায়, ১২৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রোহিত শর্মার দল।
আইসিসির এমন ভুল অবশ্য এবারই প্রথম নয়। গত ১৭ জানুয়ারি একই ভুলের কারণে অজিদের পেছনে ফেলে সাদা পোশাকের ক্রিকেটে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসে ভারত। সেবারও ভুল সংশোধন করে দুই নম্বরে নেমে আসতে হয় গত আসরে টেস্ট চ্যাম্পিয়নশিপের রানার্সআপ দলকে।