দক্ষিণ আফ্রিকায় চলমান নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছে। বিশ্বকাপের অষ্টম আসরে ইতিমধ্যে দুইটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এসবের মাঝে উঠেছে গুরুতর অভিযোগ। টাইগ্রেস এক ক্রিকেটারের কাছে ম্যাচ পাতানোর প্রস্তাব এসেছে। এই সংবাদে নড়েচড়ে বসেছে আইসিসি ও বিসিবি।
বাংলাদেশ দলের বাইরে থাকা আরেক ক্রিকেটার দলের একজনকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছেন। একটি গণমাধ্যমের প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে। এমন গুরুতর বিষয় প্রকাশের পর বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল জানিয়েছেন, বিষয়টি নিয়ে তারা অবগত রয়েছেন। তবে এটি তদন্ত করার পুরো দায়িত্ব আইসিসির দুর্নীতি দমন বিভাগের (আকসু) ওপর পড়েছে।
নাদেল বলেন, ‘আমরা শুনে সঙ্গে সঙ্গেই আইসিসিকে জানিয়ে দিয়েছি। আইসিসি এখন তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আমাদের এই মুহূর্তে বলার কিছু নেই এবং করণীয়ও কিছু নেই। যেহেতু এটা আকসুর বিষয়, তারা সহযোগিতা চাইলে আমরা করব।’
এই খবর প্রকাশের দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেন্ট জর্জ পার্কে মাঠে নেমেছিল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে হারের পর অজিদের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ছিল নিগার সুলতানা জ্যোতিদের সামনে।
শক্তিশালী মেগ ল্যানিংয়ের দলের বিরুদ্ধে লড়াই করেছে বাংলাদেশ। শেষ দিকে ১৯তম ওভারে ৮ উইকেটের ব্যবধানে জয় তুলে নেয় অজিরা।