খুলনা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি ক্ষেত্রে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। খুলনার সব উন্নয়ন শেখ হাসিনার হাত ধরেই হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত ও স্মার্ট বাংলাদেশে পরিণত হবো। সরকারের ধারাবাহিকতা থাকলে দেশের উন্নয়ন সহজ হয়। সে উন্নয়ণের ধারাবাহিকতায় খুলনার মানুষের কল্যাণে ইতোমধ্যে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, ক্যান্সার হাসপাতাল, আধুনিক শিশু হাসপাতাল, ডেন্টাল কলেজ নির্মাণ কাজসহ একাধিক মেগা প্রকল্পের কাজ শুরু হয়েছে। একই সাথে চার লেন বিশিষ্ট ময়লাপোতা-জিরোপয়েন্ট সড়ক ও শিপইয়ার্ড সড়কের নির্মাণ কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। নেতৃবৃন্দ আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের অগ্রযাত্রা শুরু করেছেন। তিনি নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু, মেট্রোরেল নির্মাণসহ বহু প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে সমৃদ্ধ করছেন। সম্প্রতি তিনি পাতাল রেল প্রকল্প উদ্বোধন করেছেন। দেশের সার্বিক উন্নয়নে ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আগামী সিটি কর্পোরেশন নির্বাচন ও সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে নেতৃবৃন্দ খুলনাবাসীর প্রতি আহবান জানান। গতকাল নগরীর নতুন বাজার মোড়ে ২২ ও ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগের গণসমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। সম্মানিত অতিথির বক্তৃতা করেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল আলম বাবলু মোল্লার সভাপতিত্বে এসময়ে অন্যান্যের মধ্যে বক্তৃতা অঙ্গসংগঠনের নেতৃত্ববিন্দ বক্তব্য রাখেন।