নরসিংদী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ শরীফুল ইসলাম সহ একই অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে সরকারী অর্থ আত্মসাৎ করায় দুদকে অভিযোগ করা হয়েছে। ৭ ফেব্রুয়ারী মঙ্গলবার নরসিংদী জেলা আঞ্চলিক রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে দুদক চেয়ারম্যান বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের বিবরণে জানা যায়, ২০২১-২২ অর্থ বছরে নরসিংদী জেলা আঞ্চলিক রিপোর্টার্স ইউনিটির সংবাদ কর্মীদের পেশাগত দায়িত্ব পালনের জন্য চেয়ারম্যান, জেলা পরিষদ নরসিংদীর বরাবরে কম্পিউটার বরাদ্দ পাওয়ার আশায় একটি লিখিত আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে জেলা পরিষদ নরসিংদীর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)সহ একই অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিকট এই বিষয়ে জানতে চাইলে কোন প্রকার তথ্য না দিয়ে অসদাচরণসহ দূর্ব্যবহার করে সংবাদ কর্মীদের তাড়িয়ে দেন তারা। পরবর্তী সময়ে নরসিংদী জেলা পরিষদের ওয়েব সাইটে প্রদর্শিত ২০২১-২২ অর্থ বছরের তালিকায় উক্ত সংগঠনের নামে কম্পিউটার ক্রয়ের জন্য এক লক্ষ টাকা বরাদ্দ দেখানো হয়েছে। এদিকে উক্ত সংগঠনের নামে সরকারি অর্থ বরাদ্দ দেখানো হলেও বরাদ্দকৃত টাকা বা কম্পিউটার আজো পায়নি সংগঠনটি। পরবর্তীতে সংগঠনের নামে বরাদ্দকৃত সরকারি অর্থে কম্পিউটার প্রদানের জন্য চাপ প্রয়োগ করলে কালক্ষেপন করতে থাকে নরসিংদী জেলা পরিষদ’র সিইও মোহাম্মদ শরীফুল ইসলাম। বিবরণে আরো জানা যায়, জেলা পরিষদের ওয়েব সাইটে প্রদর্শিত তালিকায় অর্থ বরাদ্দ দেয়া হয়েছে জেনে নরসিংদী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ জড়িতদের চাপ সৃস্টি করে সংগঠনটি। এতে ঠিকাদারী প্রতিষ্ঠান নাবিল এন্টার প্রাইজ এর নাম বেরিয়ে আসে। জেলা পরিষদ নরসিংদীর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সহ জড়িত সংশ্লিস্ট অফিস কর্মকর্তা-কর্মচারীগণ বরাদ্দকৃত উল্লেখিত টাকা আত্মসাৎ করেন বলে জানা যায়। পরে কম্পিউটার ক্রয়ের উদ্দেশ্যে বরাদ্দকৃত সরকারি অর্থ প্রদান না করে আত্মসাৎ করায় সুবিচারের আশায় দুদক চেয়ারম্যান বরাবরে একটি অভিযোগ দায়ের করে সংগঠনটি। এছাড়াও নরসিংদী জেলা পরিষদে সেবা নিতে আসা বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম (সিইও) সহ একই অফিসের কর্মকর্তা-কর্মচারীগণের বিরুদ্ধে রয়েছে নানান অভিযোগ। এছাড়াও তাদের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃস্টি হয়। এসব বিষয়ে দ্রুত উর্দ্ধতন কর্তৃপক্ষের বিশেষভাবে নজর দেয়া প্রয়োজন বলে মনে করছেন নরসিংদীর সচেতনমহল।