বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম এলিমেনটর ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল।
বরিশাল বাদ পড়ায় একদিন পরই সাকিব আল হাসান যোগ দিয়েছেন পেশোয়ার জালমিতে, খেলবেন পিএসএলে।
সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে খবরটি জানিয়েছে জিওসুপার।
প্রতিবেদনে বলা হয়েছে, পেশোয়ার জালমি পিএসএল অষ্টম মৌসুমের জন্য তাদের সংরক্ষিত সম্পূরক বাছাইয়ে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে বেছে নিয়েছে।
প্লেয়ার্স ড্রাফট থেকে দল না পেলেও সাকিবের সঙ্গে সরাসরি চুক্তি করেছে পেশোয়ার জালমি। আগামীকাল (১৪ ফেব্রুয়ারি) পিএসএলে নিজেদের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে করাচি কিংসের। এই ম্যাচ থেকেই ‘এভেইলেবল’ থাকবেন সাকিব। ২৬ ফেব্রুয়ারি অবধি পিএসএলেই থাকবেন সাকিব।
বিপিএলে ১১ ইনিংস ব্যাট করে ৩৭৫ রান করেন সাকিব। এর মধ্যে ছিল বেশ কিছু ঝড়ো ইনিংস। মোট ১৩ ম্যাচে সাকিব ব্যাট হাতে নিয়েছেন ১০ উইকেটও।