নাগপুর টেস্টে দুই ইনিংসেই ভারতের স্পিনে নাকাল হয়েছে অস্ট্রেলিয়ার ব্যাটিং। প্রথমবার তাদের ইনিংস থেমেছে দুইশর নিচে, পরেরবার একশর আগে। স্বাগতিক স্পিনারদের কাছে অসহায় আত্মসমর্পণ করলেও উইকেট নিয়ে কোনো অভিযোগ নেই প্যাট কামিন্সের। পিচে বল ঘুরলেও ‘আনপ্লেয়েবল’ ছিল না বলে মনে করেন অস্ট্রেলিয়ান অধিনায়ক।
টেস্ট শুরুর আগে থেকে আলোচনায় ছিল নাগপুরের উইকেট। প্রথম দিন থেকে ভারতীয় স্পিনাররা দাপট দেখানোর পর জোরাল হয় সেই আলোচনা। বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের টার্নিং আর নিচু বাউন্সের উইকেটে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অল আউট হয় ১৭৭ রানে। তাদের ১০ উইকেটের ৮টি ভাগ করে নেন ভারতের স্পিন জুটি রবীন্দ্র জাদেজা (৫) ও রবিচন্দ্রন অশ্বিন (৩)।
একই উইকেটে পরে ভারত প্রথম ইনিংসে তোলে ৪০০ রান। ওপেনার ও অধিনায়ক রোহিত শর্মা উপহার দেন সেঞ্চুরি। জাদেজা ও আকসার প্যাটেলের ব্যাট থেকে আসে ফিফটি। এমনকি ১০ নম্বরে নেমে ৪৭ বলে ৩৭ রানের ইনিংস খেলেন পেসার মোহাম্মদ শামি। ভারতের ইনিংস শেষ হওয়ার পরপরই শনিবার (১১ ফেব্রুয়ারি) দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে আবার স্পিনে ধরাশায়ী হয় অস্ট্রেলিয়া। এক সেশনে ১০ উইকেট হারিয়ে তারা গুটিয়ে যায় স্রেফ ৯১ রানে। তিন স্পিনার অশ্বিন (৫), জাদেজা (২) ও আকসার (১) মিলে নেন এবার ৮ উইকেট। তিন দিনেই ইনিংস ও ১৩২ রানে ম্যাচ জিতে চার টেস্টের সিরিজে এগিয়ে যায় ভারত।
দুই দলের ব্যাটিংয়ের অমন বৈপরীত্য দেখে অনুমান করে নিতে সমস্যা হওয়ার কথা নয় যে, উইকেটে ভয়ের কিছু ছিল না। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কামিন্সও তা স্বীকার করে নিলেন। তিনি বলেন, আমার মনে হয়, প্রথম ইনিংসে বল ঘুরলেও উইকেট আনপ্লেয়েবল ছিল না। আমাদের আরও ১০০ বা এর বেশি রান করা উচিত ছিল। তাহলে (ভারতের ওপর) আরও একটু চাপ তৈরি করা যেত।
দুই ইনিংস মিলিয়ে অস্ট্রেলিয়ার কেউ পঞ্চাশ ছুঁতে পারেননি। প্রথম ইনিংসে ভালো শুরু করলেও ইনিংস টেনে নিতে পারেননি মার্নাস লাবুশেন (৪৯), স্টিভেন স্মিথ (৩৭), পিটার হ্যান্ডসকম (৩১) ও অ্যালেক্স কেয়ারি (৩৬)। একবার থিতু হয়ে গেলে ইনিংস বড় করা উচিত বলে মনে করেন কামিন্স।
তিনি বলেন, অবশ্যই এখানে শুরু করা বেশ কঠিন, তবে প্রথম ইনিংসে আমাদের তিন-চার জনকে বেশ স্বচ্ছন্দ দেখাচ্ছিল। যারা থিতু হয়ে যাবে, তাদের বড় রান করতে হবে। আর অন্যদের নিজেদের ফিরে পাওয়ার উপায় খুঁজে বের করতে হবে।
বোর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী শুক্রবার, দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে।