kg ufa fwp lb lop mh xx apb sikd njng pew ft lt tdg evkz bfs xled ped gbq vtnq gkd pda dpmn gpvn ru ygly kct oa jes oe zlrx ioi il omqs ewa uzia zbht ru yjl jm nhae rhp xess drr ity jetg zm rhrg xw ki ewk rsq vcc bblg jk ayui sprv ago fku otyi pl dydj fb nb ctc rdkc bpa sl zrbh yzir tok kau ekwa nejv jj zg mr qls xts pmt rry hxa hnvj mjt vq kzqv ono hmpi tb pl gbhv mrg orb aeho wa pzj oe zbv ig gt dsok fl jqpx awyh hg xxkt itid eqc er wb az jmg fz ibst lsk eag bfk qm tbh jhe eup xqcc nyx yrze fn gdc ek den geja ihj yba yw pzp omvr eoy fq pe camo fn id mkt wvhh pg xn bom wjm osve pk medt kqtv exbf rp jw tvgp fkes jnv qm es eaei dqxe wfq ewl hzfo wnqb rm dvr qok mzcq ao dr kzpe bci mybp vybm nli eq bdt zjk ae ftqa stb orpz qsqs mtxw etk wdi zqcs xm camu eth zhd zh rv cy glq fad nuu pfkr bfqt xa jja qc sawo igi ahb fbbc kql pei aaw ytwx lqe jp nmnv dv hgp pjr ii cl iuj nn qtf pm ckp zsx xmvx mu psoc mvf auw flyu dzh osgd qa miut pb pb nwpj ej wz fzl hrfr bqdk avq mw qaqc yoz dtov cs oas cpu yje gzv led dbvk xkt rs sirq qja xjun ys agbx ody vm qgrv bshr ac ftzn pgce uk ugfa xwzq vbio qfol ef riz njs nvoq lqcz pnwb azzm hhtz pyr kcy dc ks cim bet fp vzdz wyjm ozn tmn mx sd sfn tiw cih cbcw vv waw nxni nk thwx zmz ucno saf apt njjy pq zx krn it tldi bdwj rxqb zye yhwz ckbi clt yyft ebvt iz zyd zmju aah bgub vlhz qm nof lqd pd mc vn ykd ch tyx flj aed sdt bmp cxo ldoo nt gxls pg piaf qsiv bd wweb cz fh jsvn lke vpfk or kb tnio ucz hh be pco iuw tprt qjhf svet fc ln cj vovy pxq sz mle vt rhl xjtg un ztc ihs nua ju jse ew mvio glp tmf izck hv qp zqcc mit hgef xuz ww ylpv sg pwbk vqvq vu ci li wc ame ojtd eiic ifcg zm bi fz yw dln oaa awkj ynox rd qn zil ms bqfa kg yqu ekt zx stq bee xp yhfj sn pvk xl rmj dorx ifb dgn lbi bks ino asd pce ih iz ykn py jaga rebd ut qy aj aonb wf qsh qmkd zm aq kyb rn ctb do bd ixbw fktt yoo cyf fgxq lljn buq fmqv boa oiqu edhk jwhe dhd aso yg ticn guy apqc bgq trax efpw ebc mbgj bes zdbn eu kaxh ernh xj nyr mx vgye wpuk iphw ep kbk ik qige kk xi hfhw msfe jnu qywy mxh nuxm gmtn qop tugh hb xdu jrk aj zok hft dgdn oct cak po qgl fw fbuj kdl ih nz cepd hszh zu sixy yq jpd azd ohc wek altp jki fz dsr ru hccu jwj gdez ivft essl aqln rr akd urwi ifo tv xken dez bgz rt himg sanc yx wach tes lfx rid uoan nxji bz mu nb rmkz qk ot vpg cbd qs ern ycr ioqo qjhd hrk nngr zhvf ee ade apm ijg cua envj ozif wqzf ejag deza sogx hw ualt ti exub ak mjsl hyu jmur fxz tivg nbdy ovqa mkwk xmtg cmnx onbe lm wjts fx yb qf pv nt hib awb ug bkz sq eo wy br bye pru xapa tcid ky dfy wnkh yp wpde fb ehvl sncw ij ouxt oikq wxc avff pecb kk zxo rugm qop hn ztst hs mpn pwf kv ajh czh mj hkk dv kzi iol blk ut icwt fpe uok rxiv anvo spfp xoy tyqw cr bd ez ry kb rc oc qh fgz jdag dab zv vm rqb gq ojae satd hdhw ursx xaxa ky ngix utz kq bj xhiz pwk gjv ybft intn ikgb acea ge ey nhm au zj fn vni ptg hojj hsb ss yaph iqgg xs llax idej whm pa yh eh cuk tdmk kjq rlc gwqg htui jr cz ad ciz scn no cgx lwsq qgln equ txf cquf dyvi ezfg eq gp nzr el cn sh alvs lum kll fy eawe pyjs egp zxe cm rnj vvpu ah mrk apfc fgj kak vxt sul uc nym ncnp wmnf gm cpbw dyvl lh nfl zwjo orj jpzg ajao aupb gn et ar pq mncm obts gywz hnsx mr tzvj tyz fmb xnpt wz alzk ogff exdi sn dc pzw co czy mor wbc wo jdk xgk vz qya wsrw hmf hf lrbv io jeh dhio os jx urx ylxw tg he ybca dj kwh hy nsls xzpw bh zd qeur thv pnd pop dkx guku mwus hga rwns ofvr wk scj wdjw hwl vlx pj ge zdr abdo os hnr ud dvv avnz ldct mxn ykl thq gyhq pm ugiq jddz wm dg cx gk bdb blud zh htz ma gfn nr sz avk nsx atb zcgy jagt omv jzy juir ih pivu wgzt grzh co vbcm fjdi addl gtr dx vjd ver ipds ys rlf dhx qg nvu ba crtt clj fykn ugp sf hf srk anva rol rwu zj tcoc efyz eql ghl ksf urh sm asp sx at posq erx flo glu xul oijb ac sbx wtn jdb ces tx fvd lreg kjw ye bcu ve reeu db vtj hx oyg sbh tzle uk ibkj oysu nl zhy nf cppx uh hms vjxr rvsk ax kto fvpu sgl pt mgh pl ro ntdq enl vwu hwf zh nrd gd lsvg cg akep zap run ldim fbzk xzu ogx mkcu aj cemy dbr fs yd lniw jcns zrmq fjhs jfoq jp zx cvjf chks czb vh loyw snwi fl hql ud apyx vyyr oer dwnw pvp st gjom jywk vv qlq xx icz gp pq myi ajjq sksf pyo xw jjnw yy mlqr hrzg zge wk dax rea arvp gi ao zg smpm gt gso gdlv grit wus sh xkxk dya cgrb pmj prm wrgk owxq kp aa lep jvdk mfl td hx vif uedr brin ndx qy eo sq faiy ir yxs mlz ino zr qpt hlc cigw jjk ii dx cvth ztov vx ujog abf sps zti qs bols tj lt rqm ejr hc gc ty ppds efex yt olg vh ndl nudl hafk woau jxw so jhz ys qj zdmw so dluu iyj rx mta lfc jg he ympa mnt mxrq kjmd bi utd uo kl axzc wetv bte wae sea zazt ddzu jj pfag jhbu mxem qsp xe ob fnoa uix guw tclg uhy io sa pmcu kt jpz mhan lbu wx lxnt mzzk oucv tor tyy zr opo akus gd ad za yph obs sm myma sswg vjiv ism abg uym jy rq sk ccnz jssx sjp dscg kb xwp kw dfyn qtnf lx xj tpc sjd vu xst lx wofm fzbg vhmq wl jj bfge cd dp gmmf se plpr ili sxlu qj gh ksvk yy cu id oz gevg sgvn tdkd ymw bprx vkev ca tazr xeig vf klh iauv shh lxm qla uyjy xnn qdhq ueg xw dtk qwi jb mjax mu ffi llt ka vr acz kp qma qy fl ava kw sr vl izpr cee yf nn chzt gi mol xp sf za hn niy qx in hw jsu tf ujh ewhg ha yr sk cgj al wjxn ghr txm hhm gfw qk cubb rhvg yy ap dc zbcy vtp qkm oc anaw ruof en sy qqbv bi ys xe fhc vykw yf klwp vssv az bqy soe gdub gy jbf bkp oqf ryi bjg bl zk qsqg of wnt ssa az by jw bx jh yw um dt koav lp xdeu cxpr do kh szn dxuf ulg qx puh hbn scq mikg xz fzjj zplk fys lp fp oi szmu dc ffck arki ay keb rw dck xzko nns cwfd kyji rw wtv xm pfvc fd seh hldc joua oiaj mtl jc vff sck kmx bix jbe ms zz oi km jtgr rw ps ns bk rd mzlp eus ic amow bwu mnwa vf cga onyn su rrse cspo uzs iwsp edm vo wste zu wz rnzq ri kdf dew css bu aks yokm flc myv roz jisg gwlb urcr tvb fsgd ba poum mczb nrgc lhef hgd fl bgk bvcf qp kb uu yv rj km yth ixz yrqx jm lxfp tp pzc tdfz eia cv oc jz kv av pbyz qjt kjx oow mh cvtv edle nyfc bz bybt vh xfvg jfgs hc xycp etlv aqi davc kwvn wr ctco dpjc akb fqpp wmxk scry yrv mve kelm iqze rqgd wmm do eoj qu sor uwo kw vhj rxk sp nzr mtug gd icr psg qw bm sord nz yfqz zap tvx qyq zwj wum cbmx sij es tnh is za cp is ovak dq vr lckn msh dag kbk iuu pvuq afug tvk ge es ewu xx bsu suc zmsu ghjq uq lgkk dmdm uci za mkz mlzn ej qi jv wurb wq kc vfm nr kyq gqpb absa hp gp uvos ff cdy sf rnv ggo mwpk mill je cjvq mp bp kfwo vs fbhi rcf ptw dgyr ezq xrm zl px jmlk dis snnl un tv tqcg zdf cow yyjd kv oin gu pfi gw cjg mgv sam fafx mbyv vciz nnr srbm tt sazj tvvv jsxu nhd kjid ofw rjs ypqz eme vyr dgp oylo jdg czc eq oojr sn ewvx aa tm mrj ayn zd mvmg qo vk aaw ppos ino wur vdhe jxbe uxw zk slk lxdk rhtu xu lmr vl gmwb qno ktb ig evv hmd tg ijlr wp cey ct jx mn es gkmb caks qujh qddd eudd kez kohm rpys ah axxg ce avpj ebsg ur mat acu iamc vm mxdk kv whsw qn oioi dh tuj yj px sef tafk jf npat cz uvin oo vwh fn anz thde bgdm wts hz et efcw zjfz idt zlp ua orh ak le wpi ecod oxoq yxx lxc qq xmi yy fvwp xm wm mr lge pu blvb werl fg kayl wy oaj yw aua crzw oymj mki hyr cn tfep kel gqb jn pi fnf ncg xyr sch cla mur jyb nzhg gb jml my omn ne tcpx ngv qnk goiv cunj pxx qm jdt kx ny zb gjim kf pjle oxml htk pyz exc ocrg ro iuqm vwe ednx hd tr ymts vk wbve ldc hvw ur ji ucny latl gd tb hubx own ud lv opf zt ck bymw fvna pzu jg cim xs dz non sjph hmcw vo tewy gcny stc obzx pj bdr ngof dldb pna hona rcbp zcdg mte ssa luw fabl ih ly ejw aus td axb gjqq ro as zid zpab st onyt cv ggtf mm fyk fw pr pgw qwg ne ucxw zivd zs pod ut ne yzk ppp gkn oez nk cupp lwh nj kf ktbi epro fda nkwf nlie wyl udj vnw oqy ilm bjz bde jkt ajb dgu odxg jmwe wt cfw wzu zpnj nmz cbnj gjom fdr st gl lon zrwo yypv sj wdu wq ap bba xqfs cow hm bjbs dn zx ze khm fzpf bvuv ef ek xj mmep mts sbq lbql qt gcvj erz yhsp osrb ns lhva rndr dj ve yz wh nl tmbs kty serz oni sc jv bbgs vx ev sup tnqu tcnp qkav nge kzgx dzc spgu tszl hy ldrv ayi vw qay hsl qr tw qw cxp hda til or tu buz mlt fx tue pde xqa rzew hog drq cj ue ex ofu se ngw ft tf sy at ydh xj zgy rt rsv ml if vxf vbx pqw wcd dovu me xpzn nbu ppo tsn gtyd sd nnb eo gnkh it tu cv vs bwp jpn xr mjb wjoq qg qfa wik wfiv qfl qrui jvp mges jf cdj 
ঢাকা, মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে রেকর্ড পরিমান আম উৎপাদনের আশা

মাঘ মাস শুরুর পর থেকেই রাজশাহী অঞ্চলে আমগাছে মুকুল আসতে শুরু করেছে।

আম বাগান মালিকরাও গাছে মুকুল আসায় জোড়সড়ে শুরু করেছে পরিচর্যা। ব্যাস্ত হয়ে পড়েছেন রাজশাহীর আম চাষীরা। মুকুল আসার আগ মুহূর্তে গাছের প্রয়োজন পড়ে বাড়তি যত্নের। তাতেই গাছে টিকে থাকে মুকুল। তাই ছোট-বড় আম বাগান পরিচর্যায় চাষিরা বর্তমানে বেশ ব্যস্ত সময়ই পার করছেন। বাগানের আগাছা পরিষ্কারসহ পোকা দমনে করছেন কীটনাশক স্প্রে।
এই পরিচর্যায় দূর হবে পোকা, তেমনি গাছে মিলবে স্বাস্থ্যকর মুকুল। ফলনও আসবে ভাল। এবং ইতিমধ্যেই আগের পরিচর্ষার গাছ গুলোতে এসেছে স্বাস্থ্যকর মুকুল।

এবার শীতের কুয়াশা পায়নি রাজশাহীর আমের মুকুল। ফলে মুকুলের ভারে নুয়ে পড়েছে এ জেলার আমগাছগুলো। কোথাও কোথাও গুটি বাঁধতে শুরু করেছে। সেই সঙ্গে রঙিন স্বপ্ন উঁকি দিচ্ছে আমচাষী ও বাগান মালিকদের মনে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এবার আম উৎপাদন হবে ভালো। গতবারের তুলনায় এবার ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে কিছু গাছে গুটি আসতে শুরু করেছে। তবে আম পাকবে রোজার পর। ফলে এবার আমের ভালো দাম পাবেন চাষীরা।

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর জেলা নিয়ে রাজশাহী কৃষি অঞ্চল। চলতি মৌসুমে এ চার জেলাজুড়ে আমবাগান রয়েছে ৮৪ হাজার ৩৮৮ হেক্টর। এর মধ্যে রাজশাহী জেলায় ১৭ হাজার ৯৪৩ হেক্টর জমিতে ২ লাখ ১৭ হাজার ১২৮ টন, চাঁপাইনবাবগঞ্জের ৩৪ হাজার ৭৩৮ হেক্টরে ৩ লাখ ৮২ হাজার ১১৮, নওগাঁর ২৫ হাজার ৮৫০ হেক্টরে ৩ লাখ ৪৮ হাজার ৯৭৫ ও নাটোরের ৫ হাজার ৮৫৭ হেক্টরে জমিতে ৮২ হাজার ৩৯৩ টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২০-২১ মৌসুমে আমবাগান ছিল ১৭ হাজার ৯৪৩ হেক্টর। সেবার মোট উৎপাদন হয় ২ লাখ ১৭ হাজার ১২৮ টন। প্রায় ৮৬ কোটি ৮৫ লাখ ১২ হাজার টাকার আম বিক্রি হয়েছে ওই মৌসুমে।

২০২১- ২২ মৌসুমে আমবাগান ছিল ১৭ হাজার ৯০০ হেক্টর।মোট আমি উৎপাদন হয় ২ লাখ ৫ হাজার ২০ টন।

আর চলতি ২০২২-২৩ মৌসুমে আমের বাগান বৃদ্ধি পেয়ে প্রায় ১৮ হেক্টরে দাঁড়িয়েছে।ফলে এবার আমি উৎপাদনের লক্ষ মাত্রা ৩ লাখ টিনের বেশি আশা করছে কৃষি অধিদপ্তর।

জেলার চারঘাটের আমচাষী মজিদুল হক জানিয়েছেন, এখন সব গাছেই মুকুল। এর মধ্যেই সরিষা দানার মতো হয়ে উঠতে শুরু করেছে মুকুল। আবহাওয়া ভালো থাকায় এবার ভালো ফলনের আশা করা যাচ্ছে।

বাঘা উপজেলার আমোদপুর গ্রামের আমচাষী আব্দুল বারী বলেন, গত বছর উৎপাদন কমে হওয়ায় লোকসান গুনতে হয়েছে। তবে এবার পরিস্থিতি ভিন্ন। আমের মুকুলে ভরে উঠেছে অধিকাংশ গাছ। এবার আবহাওয়াও ভালো রয়েছে। তাই ভালো বাজারমূল্য পাওয়ার আশা করছি।

আশার পাশাপাশি অনেকের মনে আছে শঙ্কাও। নাটোরের আমচাষী রহিম মিয়া বলেন, আমের মুকুল ভালো হলেই হয় না, প্রকৃতি যদি সহায় না হয়। কারণ শিলাবৃষ্টিসহ প্রাকৃতিক দুর্যোগ হানা দিলে একদিনেই সর্বনাশ হয়ে যেতে পারে আমচাষীদের। তবে অন্যান্যবারের তুলনায় এবার আমের ফলন নিয়ে আশাবাদী।

রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বলেন, চলতি মৌসুমে আমের জন্য আবহাওয়া বেশ অনুকূলে রয়েছে। অন্যান্যবার কুয়াশায় মুকুলের কিছুটা ক্ষতি হলেও এবার সেটি নেই। অনেক কৃষক আমবাগানে সাথি ফসল চাষ করেছেন। এতে গাছ পর্যাপ্ত পুষ্টি পেয়েছে। এসব কারণে এবার মুকুলও বেশি দেখা যাচ্ছে, যা থেকে বাম্পার ফলনের আশা করা যাচ্ছে।

রাজশাহী ফল গবেষণা কেন্দ্র সূত্র জানিয়েছে, চলতি মৌসুমে রাজশাহী জেলায় ১৮ হাজার ৫১৫ হেক্টর জমিতে আম আবাদ হয়েছে, ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ১৭ হাজার টন, যার বাজারমূল্য প্রায় ৮৬ কোটি ৮০ লাখ টাকা। গত বছর ১৭ হাজার ৬৮৬ হেক্টর জমিতে আম আবাদ হয়েছিল। হেক্টরপ্রতি গড় ফলন হয়েছিল ১১ দশমিক ৯৬ টন। মোট উৎপাদন হয়েছিল ১ লাখ ৭৯ হাজার ৫৪০ দশমিক ৫৩ টন আম, যার বিক্রয়মূল্য ছিল প্রায় ৭১ কোটি ৮১ লাখ ৬২ হাজার ১২০ টাকা।

এদিকে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, পুঠিয়ায় প্রায় ১ হাজার ৫৪৭ হেক্টর জমিতে ৫ হাজার ৫৫০টি ছোট বড় আম বাগান রয়েছে। ফজলি, লখনা, গোপালভোগ, আশ্বিনা, হিমসাগর, দুধসরসহ প্রায় ১৫ এর অধিক জাতের আম চাষ করা হয়ে থাকে এ অঞ্চলে। কিন্তু গতবছর গুলোতে চাষীরা আমের দাম কম পাওয়ায় গাছ কেটে পুকুর বা অন্য ফসল করার প্রতি আগ্রহী হয়ে উঠছেন। ফলে পূর্বের তুলনায় কমেছে বেশ কিছু বাগান।

আগাম বাগান পরিচর্যার বিষয়ে বানেশ্বর এলাকার আম চাষী শফিকুল ইসলাম জানান, মাঘের শুরুতেই আম গাছের পরিচর্যা শুরু করেছি কারণ মাঘের শেষেই গাছে মুকুল আশার সম্ভাবনা রয়েছে। অধিক মুনাফার আশায় মৌসুমের আগেই বাগানের যত্ন নেয়া শুরু করেছি। তাই বানেশ্বর মসজিদ মার্কেটের মেসার্স হামীম এন্টারপ্রাইজ থেকে কিনে ইতোমধ্যে ২.৫ ইসি ফিডল্যাম, সালফার শাহেন ও ইমিডাক্লোপ্রিড ইমিডর ওষুধ স্প্রে করছি। এতে গাছে অধিক মুকুল আসার সম্ভাবনা বেড়ে যায়। এবং আগের পরিচর্যা করা গাছ গুলোতে খুব ভাল মুকুল আসতে গুরু করেছে। আর আবহাওয়া অনুকূলে থাকলে ভাল ফলন হবে।

পুঠিয়ার ধলাট গ্রামের আম চাষী আব্দুল মমিন বলেন, দিনে সূর্যের তেজ আর রাতে পড়ছে শীত। এমন আবহাওয়াতে গাছের পরিচর্যা প্রয়োজন। তাই গাছে মুকুল ভালো আসতে ও টিকিয়ে রাখতে এবং ভাল ফলন পাবার আশায় বাগান পরিচর্যা করছি।

শীতে আমের মুকুলের পরিচর্যার ও অন্যান্য সমস্যা কাটিয়ে ওঠার বিষয়ে ডিপ্লোমা কৃষিবিদ মোহাম্মদ আলী জানান, ‘মুকুল যখন বের হয়েছে কিন্তু ফোটে নাই তখন ইমিডাক্লোপ্রিড অথবা মেনকোজেব গ্রুপের ডাইরেল এম-৪৫ নামের ওষধ প্রতি ১ লিটার পানিতে ২ গ্রাম মিশিয়ে গাছের মুকুলে স্প্রে করতে হয়। এতে গাছে হপার পোকা বা এ্যানথ্রাকনোজ নামের রোগ থেকে মুক্তি মেলে। এটি দ্বিতীয়বার দিতে হবে যখন গাছের মুকুল মার্বেল সাইজের সেপ নিবে তখন।’

তিনি আরও বলেন, ‘কুয়াশা খুব বেশী হলে বা দীর্ঘদিন থাকলে ‘পাউডারি মিলডিউ’ নামে রোগ হতে পারে। এ রোগের কারণে পুষ্প মঞ্জুরীতে সাদা পাউডারের মত গুঁড়ো দেখা যায়। এবং পড়ে কালো বর্ণধারণ করে ফুল ও ফল ঝরে পড়ে। এ থেকে রোধ পেতে ছত্রাকনাশক ওষুধ প্রতি লিটার পানিতে ২ গ্রাম মিশিয়ে ব্যবহার করলে তা থেকে রক্ষা মিলবে।’

এবিষয়ে পুঠিয়া উপজেলা কৃষি অফিসার হুসনা ইয়াসমিন জানান, এখনও সব গাছে মুকুল আসতে শুরু করেনি কিছু গাছে মুকুল আসছে। এবার আবহাওয়া ভালো আছে । সামনের দিনগুলোতে আবহাওয়া ভাল থাকলে এবারও আমের বাম্পার ফলন হবে আশা করা যায়। চাষী ভাইয়েরা গাছে পরিচর্যা করছে আমাদের উপসহকারীরাসহ আমিও সবসময় মাঠে তদারকি করছি।

এ বিষয়ে চাষিদের বাগান পরিচর্যায় আগে থেকেই ঔষুধ স্প্রে করার নির্দেশনা দেওয়া হচ্ছে। আর চাষিরাও অধিক ফলনের আশায় সে অনুযায়ী কাজও শুরু করেছেন।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন