বিপিএলে সিলেট স্ট্রাইকার্সকে ৮ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স।
শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১৭০ রান করে সিলেট।
জবাব দিতে নেমে ১২ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় রংপুর।
টেবিল টপার সিলেটকে হারিয়ে ১৪ পয়েন্ট নিয়ে ফরচুন বরিশাল আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ধরে ফেলেছে নুরুল হাসান সোহানের দল রংপুর। রানরেটে পিছিয়ে থাকায় তারা আছে চারে।
১৭১ রানের লক্ষ্যে খেলতে নামা রংপুরকে সহজ জয়ের পথ দেখিয়ে দেন দুই ওপেনার রনি তালুকদার আর নাইম শেখ। ৩৫ বলে ৮ চার আর ৩ ছক্কায় রনি খেলেন ৬৬ রানের বিধ্বংসী ইনিংস। ৩২ বলে ৬ বাউন্ডারিতে ৪৫ করেন নাইম।
এরপর শোয়েব মালিক আর নুরুল হাসান সোহান মিলে বাকি পথটা অনায়াসে পাড়ি দেন। শোয়েব ২৪ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন, ১৭ বলে ১৭ করে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন অধিনায়ক সোহান।
এর আগে রংপুর রাইডার্সের বোলারদের হাত খুলে খেলতে পারছিল না সিলেট স্ট্রাইকার্স। ১০ ওভারে তাদের রান ছিল ১ উইকেটে ৫৫। সেই দলটিই ২০ ওভার শেষে তুলেছে ২ উইকেটে ১৭০ রান।