২৪ জানুয়ারী খুলনা মহানগর ও জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে এখন নেতা কর্মীদের মাঝে সাজ সাজ রব বিরাজ করছে। নগরীর প্রধান প্রধান সড়কে শোভা পাচ্ছে দলীয় কেন্দ্রীয় নেতাকর্মীদের সাথে নগরীর নেতাকর্মীদের সম্বলিত দৃষ্টিনন্দন তোরন, প্যানা, ফেস্টুন ব্যানার। আওয়ামী যুবলীগের এ সম্মেলন ঘিরে নররীর শীববাড়ী মোড় শেরে বাংলা রোড, সাতরাস্তা মোড় ময়লাপোতা ডাক বাংলা, সোনাডাঙা সহ নগরীর প্রায় প্রতিটি ওয়ার্ডে ও শোভা পাচ্ছে বিভিন্ন ব্যানার, প্যানা, ফেস্টুন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে স্মার্ট যুবলীগ গঠন হবে খুলনা মহানগর ও জেলা যুবলীগের ২৪ জানুয়ারীর সম্মেলনে। গতকাল খুলনা প্রেসক্লাবে খুলনার যুবলীগের সম্মেলনকে কেন্দ্র করে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় কেন্দ্রীয় নেতারা এ সমস্ত কথা বলেন। ২০০৩ সালের ২৫ মে যুবলীগের সম্মেলন হয়েছিল। এই দুই নেতা ক্লিন ইমেজের নেতা হওয়ার কারণে এ সম্মেলনে খুলনা মহানগর যুবলীগের বর্তমান সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক পদে যুগ্ম আহ্বায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনের নাম সবার ঊর্ধ্বে রয়েছ। তবে জেলা যুবলীগে সভাপতি ও সাধারণ সম্পাদক পরিবর্তন হয়ে নতুন ক্লিন ইমেজের নেতাদের গুরুত্ব দেয়া হবে বলে নগর জুড়ে গুঞ্জন বিরাজ করছে। ২৪ জানুয়ারীর খুলনার যুবলীগের সম্মেলনে কেন্দ্রীয় বাংলাদেশ আওয়ামী যুবলীগের উর্দ্ধতন নেতাকর্মী, সংসদ সদস্য সহ খুলনা মহানগর ও জেলা যুবলীগের সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে সম্মেলনকে সফল করবেন বলে খুলনা যুবলীগের ঊর্ধ্বতন নেতাকর্মীরা জানান।