ঢাকার সাভারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ কামাল এর নামে দুইদিন ব্যাপী অনুষ্ঠিতব্য ‘শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩’ এর শুভ উদ্বোধন হয়েছে। সোমবার সাভারের আশুলিয়ায় গাজীরচট আকবর মন্ডল উচ বিদ্যালয় ও কলেজ মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন হয়। শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটি সাভার এর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন- আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন, ঢাকা জেলা পরিষদের সদস্য এনামুল হক মুন্সী প্রমুখ সহ অন্যরা। উল্লেখ্য, সাভার উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষার্থীগণ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে, সোমবার সাভারের হেমায়েতপুর এর তেঁতুলঝোড়া কলেজেও এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সাভার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা প্রমুখ।