শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ এক দিনের ম্যাচে শতরান করেছিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে দ্বিশতরান করলেন শুভমন গিল। হায়দরাবাদে বিধ্বংসী ইনিংস খেললেন ভারতীয় ওপেনার। তার ১৪৯ বলে ২০৮ রানের ইনিংসে ভর করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫০ ওভারে ৩৪৯ রানে শেষ হয় ভারতের ইনিংস।
শতরান করে বিরাটের নজির ভেঙে দিয়েছেন শুভমন। এক দিনের ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সব থেকে দ্রুত ১০০০ রান করলেন তিনি। বিরাট ২৪টি ইনিংসে ১০০০ রান করেছিলেন। শুভমন মাত্র ১৯টি ইনিংসে সেটা করে দেখালেন। তবে শুধু শতরানেই থেমে থাকেনি তার ইনিংস।
###