চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ কর্তৃক৩৭৮ বোতল ফেন্সিডিল সহ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেইদেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণেরঅপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেআসছে।র্যাব নিয়মিত জঙ্গী,সন্ত্রাসী,সংঘবদ্ধ অপরাধী, মাদক,অস্ত্রধারী অপরাধী,পর্নোগ্রাফি,ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ মাদকসেবীর বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।র্যাব-৫ তার প্রেস বিজ্ঞপ্তিতে জানান এরই ধারাবাহিকতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ১৭ জানুয়ারি ২০২৩ ইং তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন সোনাপুর দক্ষিনপাড়া গ্রামস্থ তেইনা হাজীর আম বাগানের টাইলস মেশিন নামক পুকুরের উত্তর-পশ্চিম কোনে পুকুর পাড় হতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ফেন্সিডিল-৩৭৮(তিনশত আটাত্তর) বোতল সহ আসামী মোঃ মহিবুররহমান (৩০), পিতা-মোঃ আকালু রহমান, মাতা-মোসাঃ ফেরদৌসী বেগম,সাং-পিরোজপুর (সোনাপুর মোড়),থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে হাতেনাতে গ্রেফতার করে।আটককৃত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় উল্লেখিত সময় একটি মাদকের বড় চালান সরবরাহ করা হচ্ছে। এমতাবস্থায় ঐএলাকায় ফেন্সিডিল সংগ্রহকালে উল্লেখিত ব্যক্তিকে আটক করে উক্ত এলাকা তল্লাশী করে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করে। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।
###