সরকারি নির্দেশনায় মধুখালী উপজেলার কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা:) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গত সোমবার সকালে এ উপলক্ষ্যে পতাকা উত্তোলন, ঈদে-মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে আয়োজিত মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবনী, কর্ম ও শিক্ষার উপর এক আলোচনা সভা করা হয়েছে। আলোচনা করেন বিভাগীয় পুরস্কার প্রাপ্ত কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমীম আখতার সহ আরো অনেকে। অনুষ্ঠানে কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমীম আখতার এর সভাপতিত্বে বিদ্যালয়ে উপস্থিত ছিলেন, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ প্রমুখ। এ অনুষ্ঠানে নাতে রাসুল পরিবেশন করেন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও শিক্ষার্থীদের মধ্যে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। তারপর দোয়া ও মোনাজাত শেষে শিক্ষার্থীদের মাঝে তবারক বিতরণ করে অনুষ্ঠান শেষ করেন ।