কুষ্টিয়ায় ১ দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া জেলার প্রাথমিক সহকারী শিক্ষকদের আয়োজনে মঙ্গলবার বিকাল ৪ টায় কুষ্টিয়া পিটিআইতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে কুষ্টিয়া জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ ১০ম গ্রেড এর দাবিতে এই মানববন্ধনের আয়োজন করেন। সেখানে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ও মর্যাদা বৃদ্ধি করার দাবি জানানো হয়। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক যে বেতন পায় তা খুবই নগন্য উল্লেখ করে বক্তারা তাদের যৌক্তিক দাবি আদায়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। ১০ম গ্রেড এর বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাবেন বলে একযোগে ঘোষণা দেন।