ঢাকার সাভারের আশুলিয়ায় দুইটি পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষে রোকেয়া বেগম নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার জিরাবো এলাকায় মাসকট নামের তৈরি পোশাক কারখানার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০জন শ্রমিক। নিহত রোকেয়া বেগম আশুলিয়ার জিরাবো এলাকার মাসকট গার্মেন্টস লিমিটেড কারখানায় সহকারী সেলাই মেশিন অপারেটর হিসাবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সকালে মাসকট কারখানার শ্রমিকরা কাজ যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা মাসকটের সামনের রেডিয়্যান্ট গার্মেন্টসের কাজ বন্ধ করতে তারা ইট-পাটকেল ছুঁড়তে থাকে। এতে দুই গার্মেন্টসের শ্রমিকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষকালীন ইটের আঘাতে মাসকট কারখানার রোকেয়া বেগম নামে এক শ্রমিক নিহত হন। এছাড়া আহত হয়েছেন অন্তত ২০ শ্রমিক। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গণমাধ্যমকে আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। ঘটনাস্থলে শিল্প পুলিশসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত আছেন।