শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে স্বপ্নের ফর্মে বিরাট কোহলি। প্রথম ম্যাচে সেঞ্চুরি হাঁকানোর পরে রবিবারেও দুর্দান্ত সেঞ্চুরি এল তার ব্যাট থেকে। একইসঙ্গে দুই নজিরের মালিক হলেন সাবেক এই অধিনায়ক। একদিনের ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় প্রথম পাঁচে উঠে এলেন কোহলি।
শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনেকে সরিয়ে দ্বিতীয় ভারতীয় হিসেবে এই তালিকায় জায়গা করে নিলেন তিনি। আন্তর্জাতিক কেরিয়ারে ২৬৮টি ম্যাচ খেলেছেন বিরাট। ইতিমধ্যেই একাধিক নজির গড়েছেন কিং কোহলি। একদিনের ক্রিকেটে শতরান করার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।
রবিবারের ম্যাচে নতুন নজির গড়লেন। ভারতীয় ইনিংসের ৩৫তম ওভারের প্রথম বলেই চার মারলেন কিং কোহলি। চামিকা করুণারত্নের ওই বলেই নতুন কীর্তি গড়েন। মাহেলা জয়াবর্ধনের রেকর্ড ভাঙলেন তিনি। ১২ হাজার ৬৫৩ রান করে ওয়ানডে ক্রিকেটের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন কোহলি।
সেইসঙ্গে সেঞ্চুরি হাঁকিয়ে শচীন টেন্ডুলকার রেকর্ড ভাঙলেন। ঘরের মাঠে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড এখন বিরাটের দখলে। ঘরের মাঠে শচীনের সেঞ্চুরির সংখ্যা কুড়ি। সেই রেকর্ড ভেঙে ঘরের মাঠে ২১টি সেঞ্চুরির মালিক হলেন কোহলি।
এদিন বিরাট কোহলি ও শুভমন গিলের ঝড়ো সেঞ্চুরিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৩৯০ রান তুলেছে ভারত। শেষ ম্যাচে জিততে হলে শ্রীলঙ্কার প্রয়োজন ৩৯১ রান। যদিও সিরিজ ইতিমধ্যেই জিতে নিয়েছে রোহিত শর্মার দল।